Latest News

কর্নাটকে হিজাব পরে স্কুলে ঢোকা মানা, ফিরে গেল কয়েকজন ছাত্রী

দ্য ওয়াল ব্যুরো : হিজাব বিতর্কে (Hijab Controversy) কয়েকদিন বন্ধ থাকার পরে সোমবার কর্নাটকে (Karnataka) খুলেছে হাইস্কুল। হাইকোর্ট (High Court) অন্তর্বর্তী আদেশে বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরে আসার অনুমতি দেওয়া হবে না। এদিন এক ভিডিও ক্লিপে দেখা যায়, মাণ্ড্য জেলায় সরকার পরিচালিত একটি স্কুলে কয়েকজন ছাত্রীকে হিজাব পরে আসতে বারণ করছেন এক শিক্ষক। কয়েকজন অভিভাবক ওই শিক্ষকের সঙ্গে তর্ক করছেন। উত্তপ্ত তর্ক-বিতর্কের পরে কয়েকজন ছাত্রী হিজাব খুলে স্কুলে প্রবেশ করেছে। এক অভিভাবক সংবাদ সংস্থাকে বলেন, আমরা ওই শিক্ষককে বলেছিলাম, মেয়েরা ক্লাসরুম অবধি হিজাব পরে যাক। তারপরে হিজাব খুলে ফেলবে। কিন্তু শিক্ষক হিজাব পরা ছাত্রীদের স্কুলে ঢুকতে দিতেই রাজি হননি।

কর্নাটকে হিজাব বিতর্ক শুরু হয়েছিল উদিপী জেলা থেকে। সেখানে ক্লাস নাইনের এক ছাত্রী সাংবাদিকদের জানিয়েছে, সে ও তার বন্ধু হিজাব খুলেই ক্লাস করেছে। শিবমোগা জেলায় ১৩ জন ছাত্রী হিজাব খুলতে রাজি না হওয়ায় তাদের স্কুল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জন দশম শ্রেণির ছাত্রী, দু’জন নবম শ্রেণির ছাত্রী এবং একজন অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলের অধ্যক্ষ সাংবাদিকদের বলেন, “আমরা ওই ছাত্রীদের অনুরোধ করেছিলাম যাতে তারা হিজাব না পরে স্কুলে ঢোকে। তারা অনুরোধ শোনেনি। তাই আমরা তাদের ফিরিয়ে দিয়েছি।”

ওই ছাত্রীদের অভিভাবকরা বলেন, “আমরা মেয়েদের পরীক্ষা দেওয়ানোর জন্য এনেছিলাম। তারা বোরখা পরেনি। শুধু হিজাব পরেছিল। একসময় সব ছাত্রীই হিজাব পরত। কোনও সমস্যা হত না। আজ শিক্ষকরা ছাত্রীদের আটকেছেন। আমরা মেয়েদের হিজাব খুলতে বলতে পারি না। তাই আমরা তাদের নিয়ে বাড়ি ফিরে গিয়েছি।”

কর্নাটকের মন্ত্রী নারায়ণ গৌড়া বলেন, “হিজাব পরা কয়েকজন ছাত্রী পরীক্ষায় বসতে চেয়েছিল। তাদের অনুমতি দেওয়া হয়নি।”

You might also like