
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার একটি ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (Aligarh University)। শেষ পর্যন্ত শুক্রবার ওই ঘটনায় পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিএ প্রথম বর্ষের এক ছাত্রকে সাসপেন্ড করল তারা। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গে। তবে কোন জেলার, কোন ব্লকে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সাসপেন্ড হওয়া ছাত্রের নাম ওয়াহিদুজ্জামান।
কী অভিযোগ?
প্রজাতন্ত্র দিবসের দুপুর থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উত্তোলন করা জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে একদল ছাত্র ধর্মীয় স্লোগান (religious slogans) দিচ্ছে। সেই ভিডিও পৌঁছয় আলিগড়ের পুলিশের কাছেও।
পুলিশের তরফেই বিশ্ববিদ্যালয়কে অবগত করা হয়। তারপরেই ওই ছাত্রকে চিহ্নিত করে তারা। অধ্যাপক ওয়াসিম আলি বলেছেন, ‘ওই ছাত্রর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর ফোন সুইচড অফ।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় কাউকে রেয়াত করবে না।’
তবে, এই ঘটনায় অনেকে ছিল। অন্তত ভিডিওতে তেমনই দেখা গিয়েছে বলে দাবি পুলিশের। চার সদস্যের তদন্ত কমিটিকে বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য।