Latest News

বাড়ির কাজ করে না আনায় শাস্তি দিয়েছিলেন শিক্ষিকা, স্কুলেরই তিনতলা থেকে ঝাঁপ ছাত্রের

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির কাজ (homework) করে আনেনি। তাই অষ্টম শ্রেণির ছাত্রকে শাস্তি হিসেবে মাটিতে বসতে বলেছিলেন (sit on floor) শিক্ষিকা। তার কিছুক্ষণের মধ্যেই স্কুল বিল্ডিংয়ের তিনতলা থেকে ঝাঁপ দিয়ে (Student jumps off 2nd floor of school) আত্মহত্যার চেষ্টা করল ওই পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) আলিগড়ের একটি স্কুলে। সূত্রের খবর, গত বৃহস্পতিবার ওই ছাত্র উর্দু ক্লাসের বাড়ির কাজ করে আনেনি। উল্টে সে মোবাইল ফোনে রিলস বানাচ্ছিল। সে কথা জানতে পেরেই রেগে ওঠেন শিক্ষিকা। তিনি ওই ছাত্রকে শাস্তি হিসেবে মেঝেতে বসে থাকার নির্দেশ দেন। কিছুক্ষণ পরেই সে ওখান থেকে উঠে স্কুল বিল্ডিংয়ের তিনতলায় চলে যায়। সেখান থেকে সটান নিচে ঝাঁপ দেয় ওই পড়ুয়া। স্কুলের সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য।

অন্যান্য ছাত্রছাত্রীরা জানতে পেরেই খবর দেয় শিক্ষক শিক্ষিকাদের। সঙ্গে সঙ্গেই ওই ছাত্রকে উদ্ধার করা হয়। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রের মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা গেছে। স্কুলটির ডিরেক্টর এস এন সিং জানিয়েছেন, অতখানি উঁচু থেকে পড়ে যাওয়ার জন্য ওই ছাত্রের মাথায় গুরুতর চোট লেগেছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের উপরেই দোষ চাপিয়েছে ওই ছাত্রের পরিবার। তাঁদের দাবি, শিক্ষক শিক্ষিকাদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। এছাড়াও উঁচু ক্লাসের পড়ুয়ারা স্কুলে স্পোর্টসে অংশ নেওয়ার জন্য ওই ছাত্রকে উত্যক্ত করত বলে জানিয়েছেন তাঁরা।

এই ঘটনায় স্কুলের পাঁচজন পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের বয়ান নথিভুক্ত করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, বাড়ির কাজ করে না আনায় শাস্তির ভয়ে আত্মঘাতী হয়েছে ওই পড়ুয়া। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

উচ্চবর্ণের যুবকদের ওভারটেক করার শাস্তি, গাছে বেঁধে মার! ছাড়া পেয়েই আত্মহত্যা দলিত তরুণের

You might also like