
দ্য ওয়াল ব্যুরো: আলু চোর সন্দেহে নবম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের (Student Beaten) অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে আরামবাগ মহকুমা (Arambag Hospital) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহত ছাত্রের নাম হরেকৃষ্ণ সামন্ত (১৪)। ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া থানার টাকিপুর গ্রামে।
আহতের বাবা শুভঙ্কর সামন্ত জানান, অন্যদিনের মতো রবিবার বিকেলে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে খেলা করছিল ছেলে। পাশেই প্রতিবেশী দিলীপ ভৌমিকের আলু জমি। দু’দিন আগে আলু চুরি হয় ওই জমি থেকে। খেলতে খেলতে সেই জমির মাটি খুঁড়ে কেঁচো বের করছিল হরেকৃষ্ণ। সেই সময় হঠাৎ করে দিলীপ ও তার পরিবারের লোকজন বেধড়ক মারধর করে ওই কিশোরকে।
খবর পেয়ে ছাত্রের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জমি থেকে গুরুতর আহত ওই ছাত্রকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। থানায় অভিযোগ জানিয়েছে ছাত্রের পরিবার। কী কারণে তাকে মারা হয়েছে তা তদন্ত করে দেখছে পুড়শুড়া থানার পুলিশ।
ভোটের টাকা নিয়ে বিজেপির বৈঠকে হাতাহাতি, বেআব্রু হয়ে পড়ল গেরুয়া দল