Latest News

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) জনৈক অধ্যাপকের (professor) বিরুদ্ধে বড় অভিযোগ উঠল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ (rape) করেছেন তিনি, এমন অভিযোগ নিয়ে অধ্যাপকের বিরুদ্ধে থানায় গেলেন ছাত্রী (student)।

বুধবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন লিঙ্গুইস্টিক বিভাগের ওই ছাত্রী। তিনি ওই অধ্যাপকের অধীনে পিএইচডি করছিলেন। কলেজ ভর্তির সময় থেকেই অধ্যাপকের সঙ্গে চেনাশোনা হয়েছিল তাঁর।

আরও পড়ুনঃ স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেখিয়েও মিলল না লোন, বিপাকে বর্ধমানের ছাত্র

ছাত্রী তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, অভিযুক্ত অধ্যাপকের সঙ্গে তাঁর বেশ কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। শুধু ক্লাসে নয়, ক্লাসের বাইরেও পড়াশোনা ছাড়া অন্য বিষয়ে কথা বলতেন তাঁরা। সম্পর্ক ঘনিষ্ঠ হলে একসময় ওই অধ্যাপক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রী। ঘনিষ্ঠতার জেরেই গড়ে ওঠে শারীরিক সম্পর্ক।

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও এ নিয়ে কিছু বলেনি। লিঙ্গুইস্টিক বিভাগের ওই অধ্যাপকের প্রতিক্রিয়াও এখনও পাওয়া যায়নি। তবে থানা থেকে জানানো হয়েছে তাঁরা অভিযোগ পেয়েছেন। এবার তদন্ত শুরু হবে।

‘হোক কলরব’ হোক কিংবা ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্ত্রীকে ঘেরাও, বিতর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিছু ছাড়ে না। এক দিকে যেমন এখান থেকেই পড়াশোনা করে বেরিয়ে আসেন রাজ্যের অন্যতম কৃতী ছাত্রছাত্রীরা অন্যদিকে তেমনই আবার নানা অভিযোগের কলঙ্কও লেগে আছে যাদবপুরের দেওয়ালে দেওয়ালে। এবারের অভিযোগ রীতিমতো গুরুতর। তবে তা কতটা সত্যি তা নিয়েও জল্পনা দানা বেঁধেছে পড়ুয়াদের মধ্যে। এখন দেখার শেষমেশ জল কতদূর গড়ায়।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like