Latest News

আফগানিস্তানে জোরালো ভূমিকম্প! সকাল সকাল কেঁপে উঠল কাশ্মীর থেকে দিল্লি

দ্য ওয়াল ব্যুরো : শনিবার সকাল সকাল (Morning) বড়সড় ভূকম্প (Earthquake) আফগানিস্তানে (Afganistan)। আর তার ধাক্কায় কেঁপে উঠল কাশ্মীর থেকে দিল্লি, সর্বত্র।

জানা গেছে এদিন সকালে আফগানিস্তান-আজিকিস্তান বর্ডারে জোরালো ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। এই কম্পনের প্রভাব পড়েছে ভারতের একাধিক এলাকায়। জম্মু ও কাশ্মীরের কিছু অংশ ছাড়াও কেঁপে উঠেছে উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকা। এমনকি রাজধানী দিল্লিতেও কম্পন অনুভব করেছেন বাসিন্দারা।

নয়ডা থেকে কেউ কেউ টুইট করে জানিয়েছেন, অন্তত ২০ সেকেন্ড ধরে সবকিছু কাঁপছিল। পায়ের তলার মাটি কেঁপে ওঠার কথা জানিয়েছেন দিল্লির লোকজনও। কোথাও কোথাও ২৫ থেকে ৩০ সেকেন্ড পর্যন্তও কম্পন অনুভূত হয়েছে।

ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট করে বলা হয়েছে, এদিন সকাল ৯.৪৫ নাগাদ আফগানিস্তান-তাজিকিস্তান বর্ডার সংলগ্ন এলাকায় ৫.৭ মাত্রার জোরালো ভূমিকম্প হয়েছে। এর গভীরতা ছিল ১৮১ কিলোমিটার। তবে এই কম্পনে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

You might also like