Latest News

ইস্টবেঙ্গল কোচ শুরুতেই হতাশ! আইএসএলে দলের অবস্থা সুবিধার দেখছেন না স্টিফেন

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের (East Bengal) বিদেশী কোচরা গত তিনটি মরশুম সম্পূর্ণ ব্যর্থ। রবি ফাউলার এসেও ব্যর্থ হয়েছেন। দলের বিদেশী নির্বাচন ভাল হয়নি। তার মধ্যে বিনিয়োগকারীদের সঙ্গে সংঘাত নিয়ে বারবার সমস্যায় পড়েছে লাল হলুদ কর্তৃপক্ষ। আর তার প্রভাব পড়েছে দলের ওপর।

শনিবার নিউ টাউনের হোটেলে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) সাংবাদিক সম্মেলন ছিল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রিটিশ কোচ বলেছেন, ‘‘ইস্টবেঙ্গল দল এবার আইএসএলে কতটা কী করতে পারবে সন্দেহ রয়েছে। আমি তো মনে করি, দল যদি প্লে অফে যায়, সেটি অবাক করার মতো ঘটনা হবে।’’

পুজোয় বড় উপহার, ইস্টবেঙ্গলের আগে সরল ইমামি! আইএসএলে খেলবে ‘ইস্টবেঙ্গল এফসি’

লাল হলুদের সাহেব কোচ বলছেন, ‘‘একটা নতুন দল নিয়ে খেলতে নামছি। বাকিদের থেকে আমরা অন্তত দু’মাস পিছিয়ে। যদি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারি, তা হলে সেটা অলৌকিক ব্যাপার হবে।’’

Image - ইস্টবেঙ্গল কোচ শুরুতেই হতাশ! আইএসএলে দলের অবস্থা সুবিধার দেখছেন না স্টিফেন

ইস্টবেঙ্গল আইএসএলের উদ্বোধনী ম্যাচে আগামী ৭ অক্টোবর তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।

তার মধ্যেই স্টিফেন বলেছেন, ‘‘ইস্টবেঙ্গলের অবস্থা তো শেষ দু’দশক ধরেই খারাপ চলছে, এটা নতুন কিছু নয়। আমি জানি না এবারও দল সাফল্য পাবে কিনা। ভারতীয় দলের প্রাক্তন এই বিদেশি কোচের মতে, আমি তো মনে করি একটা দলকে সফল হতে গেলে তাকে অনেক বেশি মানিয়ে চলতে হয়। থাকতে হয় একটা সিস্টেমের মধ্যে। আপনারা শুধু ইস্টবেঙ্গলের আইএসএলের ফল দেখছেন, গত ১৮ বছরে কোথায় সেই বড় সাফল্য!’’

স্টিফেন এমনভাবে কথা বলেছেন, মনে হবে তিনি যেন বিপক্ষ দলের কোচ। নিজের দল নিয়ে একটুকুও আশা দেখাননি। বরং তিনি হতাশ এখনই টুর্নামেন্ট শুরুর আগেই।

তিনি বলে দিয়েছেন, ‘‘ডুরান্ড কাপে আমরা একটা ম্যাচে জিতেছি। কিন্তু ওই প্রতিযোগিতা আমাদের কাছে প্র্যাকটিস ম্যাচের মতো ছিল। আমি চেষ্টাই করিনি পরের পর্বের যোগ্যতা অর্জন করার। মাত্র দু’সপ্তাহের প্রস্তুতি নিয়ে সেটা করাও সম্ভব ছিল না।’’

স্টিফেনের কথায়, ‘‘প্রথম ১১ দিন শুধু দৌড় করিয়েছি ফুটবলারদের। কৌশল, পরিকল্পনা নিয়ে কোনও কথাই বলিনি। নিজেদের ফিট রাখাই আসল উদ্দেশ্য ছিল। এখনও সেটা চলছে। ডুরান্ড খেলে কোনও লাভ ছিল না, সেখানে খেললে এএফসি-তে যাওয়া যায় না, বড় পুরস্কার মূল্যও মেলে না।’’

You might also like