
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে (East Bengal) আরও দু’বছর চুক্তি বাড়ছে স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine)। তিনি চলতি মরসুমে ব্যর্থ। তারপরেও স্পনসর ইমামি ব্রিটিশ কোচের ওপরই ভরসা রাখতে চায়। এদিন অবশ্য যুবভারতীতে প্রস্তুতির পরে স্টিফেন এই খবর অস্বীকার করে বলেছেন, আমার সঙ্গে চুক্তি নিয়ে কেউ কোনও কথা বলেনি। ক্লাবে কান পাতলে অবশ্য কোচের চুক্তি বৃদ্ধির কথা শোনা যাচ্ছে।
পাশাপাশি এবারে লাল হলুদ সমর্থকদের নয়নের মনি ক্লেটন সিলভার সঙ্গে ক্লাব কর্তারা দু’বছরের চুক্তি সারলেন। ক্লেটন বহু ম্যাচে দলকে বাঁচিয়েছেন। শেষ ম্যাচেও তিনি দলের পরিত্রাতা হয়েছিলেন।
বুধবার ইস্টবেঙ্গল খেলতে নামছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। গত কেরল ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। টানা চার ম্যাচ হারের পরে ইস্টবেঙ্গল জয় পেয়েছে।

অ্যাওয়ে ম্যাচে এই নর্থ ইস্টকে ৩-১ হারিয়েছিলেন ক্লেটনরা। লিগের লাস্ট বয় নর্থ ইস্ট। ১৭ ম্যাচে মাত্র একটিতে জিতেছে, একটিতে ড্র। অন্য দিকে, ১৬ ম্যাচে পাঁচটায় জিতে ইস্টবেঙ্গলের সংগ্রহ ১৫ পয়েন্ট। কার্ড সমস্যার জন্য নেই ভিপি সুহের ও মোবাশির রহমান। দলে কিছু চোট আঘাত সমস্যাও রয়েছে।
কেরল ম্যাচে অভিষেক হয়েছিল জেক জার্ভিসের। ব্রিটিশ মিডিওর খেলা প্রসঙ্গে কোচ জানান, ‘‘গত অক্টোবরে ফিনল্যান্ডে শেষ বার ৯০ মিনিট খেলেছিল। তবে ওর ফিটনেসে তেমন কোনও সমস্যা নেই। প্রথম দর্শনে আমার ওকে ভালই লেগেছে।’’
চোটের ভান করে সবুজ পিচ দেখে পালান সৌরভ! ১৯ বছর আগের পুরনো বিতর্ক ফিরল