Latest News

ফুলবাগানে মঞ্চ ভাঙার অভিযোগ বিজেপি-র, বাতিল যোগীর সভা

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ফের বাতিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা। বুধবার বিকেলে ফুলবাগানে সভা করার কথা ছিল যোগীর। বিজেপি-র অভিযোগ, মঞ্চ বাঁধার কাজ চলছিল সকালে। সেই সভামঞ্চ ভেঙে চুরমার করে দিয়েছে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মারধর করা হয়েছে ডেকরেটার্স মালিককেও। তৃণমূল যদিও গেরুয়া শিবিরের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এ দিন বাংলায় তিনটি সভার সূচি ছিল যোগীর। তবে ফুলবাগানের সভা বাতিল হলেও হাবড়া বিটি কলেজ মোড়ের সভা এবং বেহালা জেমস লং সরণির জনসভায় বক্তৃতা দেবেন যোগী। বিকেলে বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করবেন তিনি।

বাংলায় যোগীর সভা বাতিল হওয়ার ঘটনা এই প্রথম নয়। গত ডিসেম্বর-জানুয়ারি মাসে রথযাত্রা বাতিল হওয়ার পর বিজেপি রাজ্য জুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ সভা করেছিল। সেই সময়েও হেলিপ্যাড জটিলতায় সভা বাতিল হয়েছিল যোগীর। পুরুলিয়ার সভায় ভাষণ দিতে এসে তাঁর হেলিকপ্টার নেমেছিল ঝাড়খণ্ডে। তারপর সেখান থেকে ২৮ কিলোমিটার সড়ক পথে এসেছিলেন যোগী।

রাজ্য বিজেপি-র এক নেতা বলেন, “গত কাল অমিত শাহের রোড শোয়ে জনপ্লাবন দেখে ভয় পেয়েছে তৃণমূল। তাই এই গুন্ডামি।” পাল্টা তৃণমূল নেতাদের বক্তব্য, “গুন্ডামি কারা করে বাংলার মানুষ দেখেছে কালকে। গেরুয়া গুন্ডাদের হাত থেকে বাদ যায়নি বিদ্যাসাগরের মর্মর মূর্তিও।”

You might also like