Latest News

শ্লীলতাহানি শান্তিপুর লোকালে! লাইভ করলেন মহিলা, তদন্তে আরপিএফ

দ্য ওয়াল ব্যুরো: দমদম থেকে শিয়ালদহ যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন এক মহিলা। ট্রেনের মধ্যেই তাঁর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চলন্ত ট্রেন থেকেই সেই ঘটনার ভিডিও করে লাইভ দেখালেন ওই মহিলা। তিনি এর অভিযোগ দায়ের করেছেন রেল পুলিশের কাছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে শুক্রবার রাত তখন ৮টা ২৫ মিনিট। দমদমের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ডাউন শান্তিপুর লোকাল। শিয়ালদহ যাওয়ার জনয় সেই গাড়িতেই চেপে বসেন ওই মহিলা। কিন্তু অভিযোগ, চলন্ত ট্রেনের মধ্যে এক যুবক অশ্লীল আচরণ করেন তাঁর সঙ্গে। সেই ঘটনা সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ করে দেখিয়েছেন ওই মহিলা। সেখানে দেখা গেছে, প্রথমে যুবক এসে ওই মহিলাকে লাইভ করতে বারণ করছেন। কথা না শুনলে মারধরও করছেন তিনি! তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

সেই ফেসবুক লাইভ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন 

ওই অভিযুক্ত যুবক শিয়ালদহতে ট্রেন থেকে নেমে পালিয়ে যান বলে খবর। শিয়ালদহে নেমে জিআরপি-তে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। দমদম জিআরপি এর তদন্ত শুরু করেছে।

You might also like