
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বলেছে, খরচ নির্দিষ্ট করে দেওয়ার ক্ষেত্রে কী পদক্ষেপ করেছে তা তিন সপ্তাহের মধ্যে জানাতে হবে স্বাস্থ্য কমিশনকে। এই ক্ষেত্রে স্বাস্থ্য কমিশন ও কমিশনের চেয়ারম্যানকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে হবে।
আইন থাকলেও স্বাস্থ্য কমিশন রাজ্যে বেসরকারি ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা সহ যাবতীয় চিকিৎসার খরচ বেঁধে দেয়নি। ফলে একই চিকিৎসায় এক এক নার্সিং হোম বা হাসপাতালে এক এক রকম খরচ দিতে হচ্ছে রোগীর পরিজনকে। ২ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।