Latest News

রাজ্যে একদিনে আক্রান্ত ৬ হাজারের বেশি! লাফিয়ে বাড়ছে সংক্রমণ, এগিয়ে কলকাতা

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন! রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন এমনটাই জানিয়েছে। এর ফলে ৬ দিনে ১৫ গুণ বাড়ল সংক্রমণের সংখ্যা।

তথ্য বলছে, চলতি সপ্তাহে সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ৪৩৯। গত বুধবার রাজ্যে দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি পার করেছিল। শুক্রবার তা ছাড়িয়েছিল তিন হাজার। শনিবার সেই সংখ্যাটা পৌঁছে গিয়েছিল সাড়ে চার হাজারে। আজ পেরোল ৬ হাজার।

সেইসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণের হারও। এ সপ্তাহের গোড়া, সোমবার যা ছিল আড়াই শতাংশের একটু উপরে, আজ রবিবার তা হেয়েছে ১৫.৯৩ শতাংশ! গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৩৮ হাজার ৬৩৩ জনের। এর মধ্যে ৬১৫৩ জনের রেজাল্ট পজিটিভ।

এর ফলে স্বাভাবিক ভাবেই লাফিয়ে বাড়তে শুরু করেছেন সক্রিয় রোগীর সংখ্যা। আজ, রবিবার সক্রিয় রোগীর সংখ্যা রাজ্যে বেড়ে হয়েছে ১৭ হাজার ৩৮ জন। এর মধ্যে কলকাতাতেই এই মুহূর্তে আক্রান্ত ৮ হাজার ৪৬৯ জন। পিছিয়ে নেই পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা।

এক সপ্তাহে গোটা রাজ্যের মধ্যে কলকাতাতেই সংক্রমণ বৃদ্ধির হার সব চেয়ে বেশি। রবিবার কলকাতায় আক্রান্ত ৩ হাজার ১৯৪ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় রবিবার নতুন আক্রান্ত ৯৯৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ১০ লক্ষ ৮ হাজার ২৯০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ২৭৫। কিন্তু এসবের মধ্যেও কোভিডের সংক্রমণ লাগামছাড়া ভাবে বাড়ছে। আজ নবান্নের তরফে একগুচ্ছ বিধিনিষেধও ঘোষণা করা হয়েছে কোভিড রুখতে।

You might also like