
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই আলিপুর হাওয়া অফিস জানিয়েছিল, পুজোতে তেমন বৃষ্টি হবে না। নিম্নচাপের মেঘ কেটে গেছে (weather)। দক্ষিণবঙ্গে হাল্কা দু’এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। কিন্তু আচমকাই আবহাওয়ার ভোলবদলে চিন্তার ভাঁজ চওড়া হল। একেই নিম্নচাপের লাগাতার বৃষ্টিতে পুজোর প্রস্তুতিতে ভাটা পড়েছে। তার মধ্যে পুজোয় বৃষ্টি হলে আনন্দটাই মাটি হবে। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, ষষ্ঠীতেই ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর জেরে সপ্তমী থেকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস, ১ অক্টোবর পূর্ব, মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর ফলে ২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ষষ্ঠী অবধি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তমী, অষ্টমী, নবমী বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মূলত উপকূলীয় জেলা এবং কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হবে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি আছে। ভ্যাপসা গরমও ভোগাচ্ছে। বিকেলের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।
উত্তরবঙ্গে আগামি ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather)। পাহাড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অষ্টমী পর্যন্ত হালকা ও মাঝারি বৃষ্টি চলবে। নবমী থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।