Latest News

আজ তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও ভারী বর্ষণের সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই আকাশের মুখ ভার (Weather)। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে মুষলধারে ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও প্রবল বর্ষণের সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি বাড়বে উত্তরের পাঁচ জেলায়।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। নাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রির থেকে সামান্য কমে হয় ২৬.৯ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ শনিবার ও আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য় বাড়তে পারে বলে জানানো হয়েছে।

সামনেই বিয়ে, সানাই বাজিয়ে পঞ্চায়েত অফিসেই চলছে উপপ্রধানের ‘আইবুড়ো ভাত’

উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আজ থেকে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ডুয়ার্সের নদীর জলস্তর বাড়তে পারে বলে সতর্কতা জারি হয়েছে। পাহাড়ে ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

You might also like