Latest News

সিবিআই তদন্তের মুখে মধ্যশিক্ষা পর্যদ থেকে সরানো হল কল্যাণময়কে, নতুন সভাপতি রামানুজ

দ্য ওয়াল ব্যুরো: মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতির পদ থেকে সরানো হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অধ্যাপক ড. রামানুজ গঙ্গোপাধ্যায়। স্কুলে অশিক্ষক কর্মচারী নিয়োগ ঘিরে অনিয়মের ঘটনায় সিবিআই তদন্তের মুখে পড়েছে পর্ষদ। সভাপতি হিসাবে কল্যাণময়ের ভূমিকাও খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে সভাপতিকে বদলে দিল শিক্ষা দফতর।

তবে সরকারিভাবে কল্যাণময়কে সরানো হলেও শিক্ষা মহলের কারও কারও অভিমত, বলা ভাল তিনি অবশেষে পর্ষদ (WBBSE) সভাপতির পদ থেকে সরলেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আইনের ২০১৬ সালের সংশোধনী অনুযায়ী সভাপতি পদে ৬৮ বছর বয়স পর্যন্ত থাকা যায়। বয়সের মাপকাঠিতে কল্যাণময়ের পর্ষদ সভাপতি পদে থাকার মেয়াদ বছর দেড়েক আগেই শেষ হয়ে গিয়েছে। সিবিআই তদন্তের মুখে সরকার তাঁকে অবশেষে সরালো পর্ষদের শীর্ষ পদ থেকে।

২০১৬ সালের সংশোধনীর আগে পর্ষদ (WBBSE) সভাপতির পদে কেউ ৬৫ বছর বয়স পর্যন্ত থাকতে পারতেন। সংশোধনীর মাধ্যমে সর্বোচ্চ বয়সসীমা করা হয় ৬৮। বিরোধীরা তখন অভিযোগ করেছিল, কল্যাণময়কে পর্ষদ সভাপতি পদে রাখতেই ওই সংশোধনী আনা হয়েছে।

নিজেই ফ্যান, ফাইবার গ্লাসে কেকে-র ‘প্রাণ’ ফেরাতে বিশেষ অনুভূতি মৃৎশিল্পীর

পর্ষদের সভাপতি বদলের পাশাপাশি পরিচালন পর্ষদের বাকি আট সদস্যের নামও শিক্ষা দফতর ঘোষণা করেছে। তাতে দফতরের কয়েকজন অফিসার ছাড়া আছেন কলকাতা প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্তিকচন্দ্র মান্না এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের শিক্ষক অনসূয়া মণ্ডল।

You might also like