
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে সম্প্রতি রাজ্য সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছিল রাজ্য সরকার। এবার সেই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়েছে।
সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশের পরই উপাচার্য নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে বদল আনা হয়েছে। ৩ জন নয়, ৫ জন সদস্যের কমিটি গঠন হবে বলে নবান্ন অর্ডিন্যান্স জারি করেছিল। গত ১৫ মে এই অর্ডিন্যান্স দেয় রাজ্য উচ্চশিক্ষা দফতর। নতুন কমিটিতে থাকবেন রাজ্যপালের মনোনীত প্রতিনিধি, উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি, রাজ্যের মনোনীত প্রতিনিধি ও মুখ্যমন্ত্রী মনোনীত প্রতিনিধি। বাদ পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটর মনোনীত প্রতিনিধি।
সেই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হল। মামলাকারী তথা আইনজীবী সুস্মিতা সাহা দত্তের দাবি, রাজ্যের জারি করা ওই অর্ডিন্যান্স অনুযায়ী নতুন কমিটিতে রাজ্য সরকারের ৩ প্রতিনিধি থাকার কথা বলা হয়েছে। ফলে রাজ্য কোনও সিদ্ধান্ত নিলে সংখ্যাগরিষ্ঠতার কারণে তা সহজেই পাশ হয়ে যাবে।
এমনকী, সেক্ষেত্রে রাজ্যপালের মতামতের কোন গুরুত্ব থাকবে না। তাই সার্চ কমিটির বদলের এই অর্ডিন্যান্স চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী ১২ জুন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
পুর নিয়োগ দুর্নীতিতে মেগা অভিযান সিবিআইয়ের, হাইকোর্টে স্বস্তি মিলল না রাজ্যের