
দ্য ওয়াল ব্যুরো: জামুরিয়াতে নিখোঁজ পোস্টার পড়ল আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র নামে। সেই পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জবাবও দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে পোস্টারের উত্তর তিনি দিলেন কবিতায়।
এদিন নিজের ফেসবুক পেজে জামুরিয়ার দেওয়ালের সেই পোস্টারের ছবি পোস্ট করেছিলেন বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে ছিল একটি কবিতার ছবিও। বাবুল লিখেছেন, “আজ কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুদিন। ওনারই একটি কবিতা জামুরিয়ার অর্বাচীনদের উৎসর্গ করলাম।”
কী লিখেছিল ‘অর্বাচীন’রা? কী কবিতাতেই বা জবাব দিলেন বাবুল?
পোস্টারে দেখা গেছে বাবুল সুপ্রিয়ের ছবির সঙ্গে হিন্দিতে লেখা রয়েছে ‘নিখোঁজ, নিখোঁজ, নিখোঁজের সন্ধান চাই।’কে বা কারা এই পোস্টার তৈরি করেছে, তা জানা যায়নি।
কবি সত্যেন্দ্রনাথ দত্তের এক কবিতার বিখ্যাত শেষ কয়েকটি লাইন লোকের মুখে মুখে ফেরে। ‘কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে, তা বলে কুকুরে কামড়ানো কি রে মানুষের শোভা পায়?’
শুধু এই কটি লাইন নয়, গোটা কবিতাটিই নিজের পেজে শেয়ার করেছেন বাবুল সুপ্রিয়। সঙ্গে শাসকদলের বিরুদ্ধে অভিযোগও এনেছেন। জানিয়েছেন এই পোস্টারের জবাব তিনি দেবেন কাজের মধ্যে দিয়েই।
বাবুল লিখেছেন, নোংরা রাজনীতি করাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য এবং ওনারা এটি ওনাদের নেত্রীর ‘অনুপ্রেরণা’ তেই করে থাকেন। কাজেই ওনারা কোথায় কোন দেওয়ালে আমার ব্যাপারে কি লিখলেন তার জবাব কাজের মাধ্যমে দেওয়াটাই সঠিক বলে মনে করি। তাই করবো।”
তিনি আরও বলেছেন, “আমি আমার কাজের মাধ্যমেই মানুষের ভালোবাসা পেয়েছি এবং মমতাদিদির ”তৈরি’ করা সমস্ত বাধার রাজনীতি কাটিয়েই আমি নিরলস কাজ করার চেষ্টা করে যাবো, ফলও পাবো। তৃণমূল শত চেষ্টা করলেও আমাকে আসানসোলে হারাতে পারবে না।”
বছরের বেশিরভাগ সময় দিল্লিতে কাটাতে হলেও আসানসোল নিয়ে চিন্তা কখনও তাঁর মাথা থেকে যায় না, জানিয়েছেন সাংসদ। সেই সঙ্গে বলেছেন সিন্ডিকেট, তোলাবাজি, গোরু, বালি লোহা কয়লা ইত্যাদি কোনও দুর্নীতিতেই নাম জড়ায়নি তাঁর।