
পাঁচিল কাণ্ডের পর এবার রাস্তা ঘেরা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে সংঘাত তীব্র হল বিশ্বভারতীর
বৃহস্পতিবার বিকেল থেকে শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের সামনের রাস্তাটি পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু করেন বিশ্বভারতীর কর্তৃপক্ষ। এর ফলে অসুবিধায় পড়েন স্থানীয় সুরশ্রী পল্লি এলাকার বাসিন্দারা।
খবর পেয়ে শুক্রবার সকালে ডিএম এবং এসপি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করেন। জানা গেছে, ঘটনা স্থল থেকে নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয় । দিনকয়েক আগেই বোলপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক চলাকালীন তিনি ঘোষণা করেছিলেন বিশ্বভারতীকে দেওয়া কালিসায়ের মোড় থেকে উপাসনা মন্দির পর্যন্ত রাস্তা ফিরিয়ে নেওয়া হবে। তারপরেই উপাসনার গৃহের সামনে বসে যায় বোর্ড।
রাস্তা নিয়ে দিনভরই টানাপড়েন চলল বিশ্বভারতীতে। বৃহস্পতিবার বিকেল থেকে আচমকা রাস্তা আটকানোর জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ পাঁচিল তুলতে উদ্যোগী হলে অসুবিধায় পড়ে যান এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, চিত্রা মোড়ের যানজট এড়িয়ে এই পথই শান্তিনিকেতন যাওয়ার জন্য শর্টকাট রাস্তা। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ আচমকা পাঁচিল তুলে দেওয়ায় সমস্যায় পড়তে হবে তাঁদের।
জেলাশাসক বিজয় ভারতী ঘটনাস্থলে এসে বলেন, ‘‘জনসাধারণ দীর্ঘদিন ধরে যে রাস্তা ব্যবহার করছেন তা এমন হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না। এটা সরকারি আইনেই আটকায়। তাই খবর পেয়ে পুলিশ এসে এই কাজ বন্ধ করেছে।’’
এ ব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।