
ভোটের মধ্যে বাংলাদেশ সফরে মডেল আচরণবিধি ভেঙেছেন, কেন আপনার ভিসা বাতিল হবে না? মোদীকে তোপ মমতার
Elections are underway here and he (PM) goes to Bangladesh and lectures on Bengal. It is a total violation of code of conduct of the election: West Bengal CM & TMC leader Mamata Banerjee in Kharagpur. pic.twitter.com/dallgHZcji
— ANI (@ANI) March 27, 2021
রাজ্যে ভোটপর্বের মধ্যে সরকারি সফরে বাংলাদেশ যাওয়ায় মোদীর বিরুদ্ধে মডেল নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। খড়্গপুরের নির্বাচনী সভায় তিনি বলেছেন, এখানে ভোট চলছে আর উনি বাংলাদেশে গিয়ে বাংলার ওপর ভাষণ দিচ্ছেন! নির্বাচনী আচরণবিধি পুরোপুরি ভেঙেছেন তিনি। কখনও কখনও ওরা বলে, মমতা বাংলাদেশ থেকে এখানে লোকজনকে নিয়ে এসেছে, অনুপ্রবেশ ঘটিয়েছে, কিন্তু উনি নিজেই ভোট মার্কেটিং করতে বাংলাদেশ চলে গেলেন!
#WATCH | In ’19 LS polls when a Bangladeshi actor attended our rally, BJP spoke to Bangladesh govt&cancelled his visa…. When polls are underway here, you (PM) go to Bangladesh to seek votes from one section of ppl, why shouldn’t your Visa be cancelled?We’ll complain to EC:WB CM pic.twitter.com/CQfeUDgZ0y
— ANI (@ANI) March 27, 2021
২০১৯ এর লোকসভা ভোটের প্রচারে এক বাংলাদেশি অভিনেতার রাজ্য়ে এসে তৃণমূলের পক্ষে প্রচার করা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে মমতার তোপ, বাংলাদেশি অভিনেতা আমাদের সমাবেশে থাকায় বিজেপি বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে তাঁর ভিসা বাতিল করায় আর এখানে যখন ভোট চলছে, আপনি এক সম্প্রদায়ের ভোট চাইতে বাংলাদেশ গেলেন। তাহলে আপনার ভিসা কেন বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনে যাব।
পাশাপাশি নরেন্দ্র মোদীর দাড়ির বহর যত বাড়ছে, ভারতের অর্থনীতিরও তত সর্বনাশ হচ্ছে বলে কটাক্ষ করেন মমতা। বলেন, ভারতীয় অর্থনীতির বেহাল দশা চলছে, কোনও শিল্পের বৃদ্ধি নেই, নরেন্দ্র মোদীজীর দাড়ি বাদে আর কিছুই বাড়ছে না। কোনও সময় উনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাজেন, আবার কখনও মহাত্মা গাঁধীর বেশ ধরেন । সেইদিনটা খুব দূরে নয়, যেদিন গোটা দেশটা বিক্রি হয়ে যাবে, তার নামকরণ হবে নরেন্দ্র মোদীর নামে।