
রবিবার এই বিশেষ ট্রেনের উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়। কিষান রেলের কল্যাণে এবার নাম মাত্র খরচে জলপাইগুড়ি থেকে আগরতলা পর্যন্ত কৃষিজাত পণ্য পাঠাতে পারবেন চাষিরা। মোট ভাড়া থেকে ৫০% ছাড় পাবেন ওঁরা যে টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় কৃষি দফতর।
দেখুন ভিডিও।
আপাতত সপ্তাহে একদিন, রবিবার করেই চলবে সেই বিশেষ ট্রেন। এমন উপহার পেয়ে উচ্ছসিত চাষিরা জানান স্বপ্ন পূরণ হল আজ। কিষান রেল চালু হওয়ায় একদিকে যেমন খুশির হাওয়া উত্তরের কৃষি বলতে তেমনই খুশিতে মাতলেন লরির মালিক ও অন্যান্য ব্যবসায়ী মহলও।
চাষিদের স্বপ্ন পূরণ তো বটেই, সেই সঙ্গে কৃষিজাত পণ্যও এবার নিরাপদে পৌঁছবে গন্তব্যে। এতে পরিবহণের খরচ কমায় সবজিপাতির বাজার দরও নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।