
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক থেকে টাকা তুলতে বেরিয়েছিল তুফানগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র বিক্রমাদিত্য পাল। কিন্তু দু’দিন পেরিয়ে গেলেও এখনও বাড়ি ফেরেননি। ছেলে নিখোঁজ হওয়াতে উদ্বিগ্ন পরিবার।
তুফানগঞ্জ শহরের ১১ নম্বর ওয়ার্ডের সাতভাই পাড়া এলাকায় ওই ছাত্রের বাড়ি। সোমবার থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশেষে থানার দ্বারস্থ হয়েছে ওই ছাত্রের পরিবার। ঘটনার দিন বিক্রমাদিত্য দুপুর ১২টায় বাড়ি থেকে বের হন। তারপর একাধিকবার যোগাযোগ করবার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি।
দেখুন ঘটনার ভিডিও।