Latest News

অভিনেতা মনু মুখোপাধ্যায় প্রয়াত, বয়স হয়েছিল ৯০ বছর

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই ভুগছিলেন হার্টের অসুখে। আজ চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। আজ, রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। এদিন সকালে ৯টা ৪০ মিনিট নাগাদ বালিগঞ্জের বাড়িতে মারা যান। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন হাঁটাচলা বন্ধ হয়েছিল তাঁর।

প্রথম জীবনে থিয়েটারের মঞ্চে কেরিয়ার শুরু করলেও, পরে বাংলা সিনেমার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন। তথাকথিত ‘সুপুরুষ’ না হলেও, অভিনয় দক্ষতার জোরেই জায়গা কর্তৃক নিয়েছিলেন নামীদামি পরিচালকের ছবিতে। তাঁর প্রথম ছবিই মৃণাল সেনের সঙ্গে। ‘নীল আকাশের নীচে’-তে সকলের মন জয় করে নিয়েছিলেন।

এরপর তিনি দীর্ঘ ছয় দশক ধরে একে একে কাজ করেছেন সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, বাসু চ্যাটার্জি থেকে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, প্রভাত রায় প্রমুখ প্রথিতযশা পরিচালকের সাথে। বছর কয়েক আগেও বেশ কিছু আধুনিক বাংলা ছবিতে নানা রকম চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। ছোটপর্দাতেও বেশ কিছু কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: ‘মছলি বাবা’ শুধু নয়, মনু মুখোপাধ্যায় মানে পাতালঘরের ‘অপয়া’ লোকটিও

সারাজীবনের কাজের জন্য তিনি ‘পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি সম্মান’ অ্যাওয়ার্ড পান ২০১৫ সালে। ষাট বছরের কেরিয়ারে প্রায় পঞ্চাশের অধিক বাংলা ছবিতে দেখা গেছে অভিনেতা মনু মুখোপাধ্যায়কে।

১৯৩০ সালের ১ মার্চ কলকাতা শহরে জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। পিতার নাম অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ১৯৪৬ সালে ভারতী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন তিনি। তারপর ভর্তি হন মণীন্দ্রচন্দ্র কলেজে। অভিনয় জগতে আসা ‘রূপকার’ থিয়েটার গ্রুপের হাত ধরে। এর পরে অভিনয়ই হয়ে ওঠে ধ্যানজ্ঞান।

 

You might also like