Latest News

সোনারপুর-ক্যানিং লোকাল রক্ষা পেল বড় বিপদ থেকে, লাইনে ফাটল

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু স্থানীয়দের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেল সোনারপুর ক্যানিং লোকাল। লাইনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে ট্রেন থামালেন স্থানীয়রা।

সোমবার সকালে বিদ্যাধরপুর ও কালিকাপুর স্টেশনের মাঝে স্থানীয়রা দেখতে পান লাইনে ফাটল রয়েছে। তাঁরাই সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েন। তখন ওই লাইন দিয়ে আসছিল সোনারপুর ক্যানিং লোকাল। হাত দেখিয়ে ট্রেন থামান স্থানীয়রা।

ট্রেন থেকে নেমে আসেন চালক এবং গার্ড। খবর দেওয়া হয় আরপিএফেও। দেখা যায়, সত্যিই ফাটল রয়েছে লাইনে। সপ্তাহের প্রথম কাজের দিন। ফলে ট্রেনে ভিড়ও ছিল ব্যাপক। প্রভাত দাস নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, জল নিয়ে লাইন পেরিয়ে ঘরে যাওয়ার সময়ে তিনি ফাটল দেখতে পান। তারপর আশপাশের মানুষকে খবর দিতে সকলেই বেরিয়ে আসেন। স্থানীয়দের নজরে না পড়লে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।

You might also like