Latest News

বেলাগাম সংক্রমণ, সন্ধ্যের মধ্যে হেলথ অফিসারদের কাছে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর

দ্য ওয়াল ব্যুরো: ভোট শেষে হতে এখনও বেশ বাকি। তবে দেশের সঙ্গে রাজ্যেও উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। অনিয়ন্ত্রিত সংক্রামিতের সংখ্যা চিন্তায় ফেলেছে রাজ্য স্বাস্থ্য দফতরকে। তাই, লাগাম টানতে প্রতিটি জেলার চিফ মেডিকেল হেলথ অফিসারদের (সিএমওএইচ) কাছে সন্ধ্যের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর। এমনটাই জানা গিয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে।

যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিতে চলেছে দফতর। তাই সংক্রমণ মোকাবিলায় রাজ্য হাসপাতালাগুলিতে কোভিড রোগীদের জন্য বেড বাড়ানো কতটা সম্ভব তাই নিয়ে রিপোর্ট পেশ করতে হবে সিএমওএইচদের। এছাড়া করোনা মোকাবিলায় অন্যান্য ব্যবস্থাগুলিও পর্যালোচনা করার জন্যই এই রিপোর্ট চাওয়া হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর গতকাল সন্ধ্যেই প্রত্যেকটি জেলার সিএমওএইচদের নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে প্রায় দুই ঘণ্টার একটি ভিডিও কনফারেন্স করা হয়। যদিও বীরভূম মুর্শিদাবাদ মালদা জেলাকে বাদ রাখা হয়েছিল এই বৈঠকে। সেখানে আধিকারিকদের কাছে হাসপাতালগুলিতে কত পরিমাণে বেড বাড়ানো সম্ভব, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। এরপরেই কোভিড পরিকাঠামো নিয়ে আজ, মঙ্গলবার সন্ধের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে তাঁদের। অন্যদিকে, আজ দুপুর তিনটের পর থেকে রাজ্যের মুখ্যসচিব চিফ মেডিকেল হেলথ অফিসারদের নিয়ে ভিডিও কনফারেন্স করার কথা রয়েছে।

 

You might also like