Latest News

ইউজিসি নেটের অ্যাডমিট কার্ড প্রকাশিত, ফের পিছিয়ে গেল বাংলাসহ বেশ কিছু পরীক্ষা

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল আগামী ইউজিসি নেট (UGC NET)-এর অ্যাডমিট কার্ড (admit card)। আগেই জানানো হয়েছিল একসঙ্গে দুটি পরীক্ষা (examination) নেওয়া হবে। সেই মতোই পরীক্ষা সূচিও  ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বাংলা (bangla) সহ বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। সেই তালিকায় আছে বাংলা, হিন্দি, কন্নড়, ভূগোল, হোম সায়েন্স, সংস্কৃত এবং সমাজবিজ্ঞান। এছাড়া বাকি পরীক্ষা হবে ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে। পিছিয়ে যাওয়া পরীক্ষা গুলির অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। বলা হয়েছে ওই পরীক্ষাগুলি ১৫ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে হবে।
কীভাবে পাবেন অ্যাডমিট কার্ড? প্রথমে যেতে হবে সরকারি ওয়েবসাইটে ugcnet.nta.nic.in  তারপরে হোমপেজে দেখতে পাবেন অ্যাডমিট কার্ডের লিঙ্ক এখানে ক্লিক করুন এবার লগ ইন পেজ খুলে যাবে। তারপর নিজের ক্রেডেনশিয়াল সাবমিট করলেই অ্যাডমিট কার্ড স্ক্রিনে চলে আসবে। তারপর ডাউনলোড করে অ্যাডমিট কার্ডের একটা প্রিন্ট আউট করে রাখুন। শনিবারই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জুন মাসের ইউজিসি নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল। এবারের পরীক্ষার সময়সীমা তিন ঘন্টার। সেখানে দু’টি পেপার থাকবে প্রথম পত্র ৫০ নম্বরের হবে। সেখানে একশোটি প্রশ্ন থাকবে। অন্যদিকে, দ্বিতীয় পত্রে থাকবে ১০০টি প্রশ্ন। অর্থাৎ ২০০ নম্বরের পরীক্ষা। কোন কেন্দ্রে পরীক্ষা হবে তা অ্যাডমিট কার্ডেই উল্লেখ থাকবে।

You might also like