
বিষ্যুদবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক রিভিউ মিটিং ডেকেছিলেন। ওই বৈঠকেও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী। তাঁর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, তখনই নাকি শরীর ম্যাজম্যাজে ছিল। তার পর বিমানে আজ শুক্রবার শিলিগুড়ি ফিরেছেন। তার পর কোভিড টেস্ট করাতেই পজিটিভ রিপোর্ট এসেছে।
শুধু প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকা নয়, আজ সকালেও জ্বর জ্বর ভাবের মধ্যেও শিলিগুড়িতে দলীয় কর্মসূচীতে উপস্থিত ছিলেন গৌতমবাবু। মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: পর্যটনমন্ত্রী গৌতম দেব এবার গায়ক, রেকর্ড করলেন রবীন্দ্র সঙ্গীত, সঙ্গে আবৃত্তিতে সৌমিত্র
তবে গৌতম দেবের কোভিড টেস্টের রিপোর্টের কথা জানাজানি হতেই দল ও প্রশাসনের একাংশের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়েছে। এমনিতে প্রশাসনিক বৈঠকে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরেই বসেন। কিন্তু এক পদস্থ আমলা বলেন, গতকালই ওনার যখন শরীর ভাল লাগছিল না তখন বৈঠক না এলেও পারতেন। তা ছাড়া এ রকম শরীর খারাপ নিয়ে বিমানে যাতায়াত করাও ঠিক হয়নি।
গৌতমবাবু করোনা আক্রান্ত শুনে শিলিগুড়িতেও শাসক দলের অনেকে উৎকন্ঠায়। কার কার সংস্পর্শে তিনি এসেছেন তা নিয়ে উৎকন্ঠা তৈরি হয়েছে। জেলার এক নেতা বলেন, যাঁরা ওনার সংস্পর্শে এসেছেন তাঁরা কদিন সাবধানে ও আলাদা থাকলেই ভাল।