
দ্য ওয়াল ব্যুরো: এবার চাকরি (Job) দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার (Bribe) অভিযোগ উঠল হলদিবাড়ির (Haldibari) এক তৃণমূল নেতার (TMC leader) বিরুদ্ধে। তিনি নিজেও পেশায় প্রাথমিক শিক্ষক (teacher) বলে জানা গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার arrested) করেছে হলদিবাড়ি থানার পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের নাম পিন্টু সেন। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। জানা গেছে, তার কুকীর্তির সূত্রপাত ২০১৪ সালে। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেবে, এমন দাবি করে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর কাছ থেকে লক্ষাধিক টাকা করে ঘুষ নেয় সে। কিন্তু ২০১৮ সালেও কারওর চাকরি না হওয়ায় চাকরিপ্রার্থীরা টাকা ফেরত দেওয়ার দাবি করে তার কাছে হাজির হয়। কিন্তু টাকা ফেরত দেওয়ার নাম করেও দিনের পর দিন তাঁদের ঘোরানো হয়েছে বলে দাবি করেছেন প্রতারিতরা।
গত শনিবার টাকা ফেরত দেওয়ার ইস্যুতে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করে অভিযুক্ত পিন্টু সেন। কিন্তু সেই বৈঠকেও এ বিষয়ে কোনও সুরাহা হয়নি। এরপরেই এক চাকরিপ্রার্থী আমজাদ হোসেন হলদিবাড়ি থানায় পিন্টুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে তাকে।
পিন্টুর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই বাকি প্রতারিত চাকরিপ্রার্থীরাও এসে হাজির হন। তাঁদের দাবি, এতদিনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় কোটি খানেক টাকা তুলে ফেলেছে অভিযুক্ত। অভিযুক্তকে মেখলিগঞ্জ মহাকুমা আদালতে তোলা হলে তাকে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারপতি।
তবে পিন্টুর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার। তার দিদি পম্পি সেনের দাবি, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাঁর ভাইকে। অভিযুক্ত শিক্ষক কোনওদিন কারওর থেকে টাকা তোলেনি বলে দাবি করেছেন তিনি।
মাদক মামলায় সিআইডির জালে গাজোলের মাছ ব্যবসায়ী, কোটি টাকা উদ্ধার