Latest News

জয়েন্ট এন্ট্রাসের অনলাইনে আবেদন পেশের সময়সীমা বেড়ে ১৬ই

দ্য ওয়াল ব্যুরো: চলতি কোভিডজনিত পরিস্থিতিতে বেলাগাম ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে পডুয়াদের স্বার্থে অনলাইনে (online application) ২০২২ এ জয়েন্ট এন্ট্রাসে বসার অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের (west bengal JEE board) চেয়ারম্যান বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ডব্লু বি জে ই ই ২০২২ এর অনলাইনে আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী রবিবার, ১৬ জানুয়ারি সন্ধ্যা  ৬টা পর্যন্ত বাড়ানো হল।

চলতি করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা প্রায় অচল। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ও কলেজের পড়াশোনা অফলাইনে বহুদিন বন্ধ থাকার পর সম্প্রতি চালু হলেও করোনার চলতি তৃতীয় ঢেউয়ের ধাক্কায় আবার স্কুল, কলেজ বন্ধ হয়েছে। কবে খুলব, তা অনিশ্চিত। এই অবস্থায় ইচ্ছুক পরীক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তবে পরীক্ষা সংক্রান্ত অন্য যাবতীয় ঘোষিত, নিয়মাবলী, শর্ত অপরিবর্তিত থাকছে বলে চেয়ারম্যান জানিয়েছেন।

 

You might also like