Latest News

গোসাবার বাঘ খাঁচাবন্দি হল ভোর রাতে, গোয়ালে ঢুকে গরু-ছাগল মেরেছিল সে

দ্য ওয়াল ব্যুরো: গোসাবার লোকালয়ে ঢুকে গরু-ছাগল মেরেছিল বাঘ। তারপর আশপাশেই ঘাপটি মেরে লুকিয়ে ছিল। ২৪ ঘণ্টার চেষ্টার পর অবশেষে তাকে ধরা গেছে।

সুন্দরবনের গোসাবার বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে বাঘের চিন্তায় নাওয়াখাওয়া ভুলেছিলেন স্থানীয়রা। সোমবার রাতে সেখানে বাঘটি ঢুকেছিল। স্থানীয় একটি গোয়ালঘরে ঢুকে সে গবাদিপশুদের আক্রমণ করে। হাবুল দাসের একটি গরু আর তিন-তিনটি ছাগল মারে সে। তারপর আর বাঘটিকে দেখা যাচ্ছিল না। গ্রামবাসীদের ধারণা ছিল কাছেপিঠের জঙ্গলে লুকিয়ে পড়েছে ওই বাঘ। কাদামাটির রাস্তায় স্পষ্ট ছিল তার পায়ের ছাপ। আতঙ্কে রীতিমতো ঘুম উড়েছিল গোসাবার ওই গ্রামবাসীদের।

খবর পেয়েই মথুরাখণ্ডে যায় বন দফতরের কর্মীরা। সম্ভাব্য যে জঙ্গলে বাঘ লুকিয়ে থাকতে পারে সেটি ঘিরে ফেলা হয় জাল দিয়ে। মঙ্গলবার সারাদিনই চলে বাঘ ধরার চেষ্টা। জাল দিয়ে ঘেরা এলাকায় মোট দুটি খাঁচা পাতা হয়েছিল। টোপ দিয়ে অপেক্ষা চলছিল দক্ষিণরায়ের জন্য।

বন দফতর সূত্রের খবর, বুধবার ভোর ৫টা নাগাদ খাঁচায় ধরা দিয়েছে গোসাবার সেই বাঘ। তাকে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

You might also like