
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত বছরের শেষ লগ্নে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে কটাক্ষ করে টুইট করার অভিযোগ উঠেছিল শুভেন্দুর বিরুদ্ধে। এই নিয়ে শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের হয়েছিল। কমিশন নোটিস পাঠিয়েছিল বিরোধী দলনেতাকে। এই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে আপিল করেছিলেন শুভেন্দু। তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।
কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের পাঠানো নোটিসে স্থগিতাদেশ দিয়েছেন বলে জানা গেছে। পরবর্তী শুনানি ৩ সপ্তাহ পরে হবে।
গত বছর অভিষেকের ৩ বছরের ছেলে আয়াংশের জন্মদিনের কথা উল্লেখ করে একটি টুইট করেছিলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। টুইটে তিনি লিখেছিলেন, ‘কয়লা ভাইপো’র ছেলের জন্মদিনের পার্টি হচ্ছে তাজবেঙ্গল হোটেলে। তাই ওখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই গোটাটাই হচ্ছে মমতার নিয়ন্ত্রিত পুলিশের তত্ত্বাবধানে।’
শুভেন্দু অধিকারীর এই টুইট ঘিরেই রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। তৃণমূল জানিয়ে দেয়, ওই তথ্য ভুয়ো এবং বিভ্রান্তিকর। শুভেন্দু যে ভাষায় টুইট করেছেন তা ‘অসংবেদনশীল’ বলেও অভিযোগ ওঠে। এরপরেই শিশু সুরক্ষা কমিশনের কাছে অভিযোগ দায়ের করে বলা হয়, রাজনীতির সঙ্গে যে ভাবে শিশুকে জড়িয়ে দেওয়া হয়েছে, তা মেনে নেওয়া যায় না। এই অভিযোগের ভিত্তিতেই শুভেন্দুকে নোটিস পাঠায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।
এই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে আবেদন করেন বিরোধী দলনেতা। তাঁর আবেদন ছিল, শিশু সুরক্ষা কমিশনের তরফে তাঁকে যে নোটিস পাঠানো হয়েছে তা খারিজ করা হোক অথবা, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। রাজ্যের বিরোধী দলনেতার সেই আবেদন গ্রহণ করে আদালত।