
বর্তমানে স্কুলছুটদের সংখ্যা বেড়েছে। তাই অভিভাবকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ এসেছে শিক্ষা দফতর থেকে। কিন্তু চাষাবাদের সময় গ্রামের স্কুল গুলোতে অভিভাবকদের একটা বড় অংশই আসতে পারছেন না বৈঠকে। তাই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে স্কুলছুট ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের অসুবিধার কথা ভাগ করে নিচ্ছেন শিক্ষকরা।
এদিন সেই ছবিই দেখা গেছে সিউড়ি-১ ব্লকের কড়িধ্যা যদুরায় উচ্চ বিদ্যালয়ে। সেখানকার শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন।
দ্বাদশ শ্রেণির এক ছাত্র জানান, শিক্ষকরা বাড়িতে তাঁদের অসুবিধার কথা জানাতে পারছেন। অন্যদিকে নতুন সুবিধাগুলি সম্পর্কে জানতেও পারছেন। তাতে তারা খুশি। নতুন উদ্যোগে করোনা আবহে স্কুলছুটদের ফের পড়াশোনামুখী করে তোলা যাবে বলে মনে করছে স্কুল শিক্ষা কমিশন।