Latest News

কুকুরের ডায়ালিসিস কাণ্ডে অপসারিত প্রদীপ মিত্রকে করা হলো স্বাস্থ্য-শিক্ষা ডিরেক্টর 

দ্য ওয়াল ব্যুরো: গতকালই সচিব পর্যায়ের রদবদলের সঙ্গে মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর দেবাশিস ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছিল। নতুন কে বসবেন তা জানায়নি সরকার।  মঙ্গলবার নবান্ন জানিয়ে দিল দেবাশিস ভট্টাচার্যের জায়গায় বসছেন প্রাক্তন এসএসকেএম-এর ডিরেক্টর প্রদীপকুমার মিত্র।

সে সময় তুঙ্গে উঠেছিল বিতর্ক। রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নাকি কুকুরের ডায়ালিসিস! নাম জড়িয়েছিল শাসক বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাঝির। অভিযোগ, তাঁরই এক ঘনিষ্ঠের পোষ্যের কিডনির চিকিৎসার জন্য আনা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। যেখানে রাজ্যের হাজার হাজার ‘কমন ম্যান’ সরকারি হাসপাতালে কম পয়সায় চিকিৎসা করাতে জুতোর শুকতলা খুইয়ে ফেলেন সেখানে কিনা ডোবারম্যান পাচ্ছে ভিভিআইপি ট্রিটমেন্ট। বিতর্ক উঠতেই সরিয়ে দেওয়া হয় এসএসকেএম-এর তৎকালীন ডিরেক্টর প্রদীপকুমার মিত্রকে। পাঠিয়ে দেওয়া হয় কম্পালসারি ওয়েটিং-এ। এ বার সেই প্রদীপকুমার মিত্রকেই বসানো হলো মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর পদে।

প্রসঙ্গত কুকুরের ডায়ালিসিস-কাণ্ডের পর স্বাস্থ্য ভবনেই বসতেন প্রদীপবাবু। কোনও পদ ছিল না তাঁর। সেই সময় তাঁর উপর সরকারি কোপ পড়লেও তিনি ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, কুকুরের ডায়ালিসিসে বাধা দিতে গিয়েই পদ খোয়াতে হয়েছে তাঁকে। মেডিক্যাল কাণ্ডের জেরে একাধিক আমলাকে সরিয়েছে সরকার। বাকি ছিল মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর পদ। মঙ্গলবার সেটাও হয়ে গেল।

You might also like