Latest News

মাধ্যমিকের ফলের আগেই দেহ উদ্ধার ছাত্রীর

দ্য় ওয়াল ব্য়ুরো: মাধ্য়মিক পরীক্ষা দিয়েছিল এ বার।  দু দিন পরেই ফল প্রকাশ। তার আগেই সোমবার বাড়ির পাশের গাছ থেকে ঝুলন্ত দেহ মিলল এক ছাত্রীর। পরীক্ষার ফল খারাপ হলে কি ভাবে মুখ দেখাবে?  এই আতঙ্কে গত কয়েক দিন ধরে সে মানসিক অবসাদে ভুগছিল বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। তার জেরেই আত্মহত্য়া কি না খতিয়ে দেখছে পুলিশ।

ওই ছাত্রীর নাম মৌসানা বেগম (১৭)।  এই ঘটনায় শোকের ছায়া নেমেছে জলপাইগুড়ির কুকুরজান এলাকায়। জলপাইগুড়ি জেলা হাসপাতালে  পুলিশ মর্গের সামনে দাঁড়িয়ে ওই ছাত্রীর মামা আতারুল হক জানান, বেশ কয়েক দিন থেকেই ফলাফল নিয়ে চিন্তিত ছিল তাঁর ভাগ্নি। মাঝেমধ্যেই বলতো রেজাল্ট খারাপ হলে বাড়িতে কিভাবে মুখ দেখাবে।

সোমবার সকালে রমজান মাসের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন পরিবারের লোকজন। ফিরে এসে দেখেন বাড়ির পাশে একটি পেয়ারা গাছের ডালে ঝুলছে মৌসানার দেহ।

You might also like