
ছাত্রছাত্রীদের অভিযোগ, এই প্রথমবার চোরদীঘি উচ্চবিদ্যালয়ের ৪৫ জন ছাত্রছাত্রী সাঁওতালি ভাষা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছে। কিন্তু জেলাশাসকের অফিসে একাধিকবার আবেদন জানানোর পরেও ছাত্রছাত্রীরা সাঁওতালি ভাষা নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারছেন না। বরাদ্দ আসন নেই কেন সেই প্রশ্ন তুলছেন ছাত্রছাত্রীরা!
ইতিমধ্যেই কয়েকবার জেলা প্রশাসনের কাছে তাঁরা ভর্তির আবেদন জানিয়েছেন। সেই আবেদনে সাড়া না মেলায় এদিন সাঁওতালি ছাত্রছাত্রীরা ভর্তির দাবিতে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান৷
শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আসে। পুলিশ প্রশাসন ও অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সিরাজ ধ্যানেশ্বর এসে ছাত্রছাত্রীদের বুঝিয়ে বিক্ষোভ তুলে দেন। ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে আলোচনায় বসেন তিনি।