
দ্য ওয়াল ব্যুরো: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়দার (Al Qaeda) সঙ্গে যোগাযোগ রয়েছে সন্দেহে কদিন আগেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) হাতে গ্রেফতার (arrest) হয়েছিল কাজী আহসানউল্লাহ। আজ তার মা ফরিদা বিবি এবং বাবা সফিউল্লাহকে জিজ্ঞাসাবাদ করতে আরামবাগের (Arambagh) সামতা গ্রামে হাজির হল স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ) এর একটি দল।
এসটিএফের ১০-১২ জনের একটি দল আজ জিজ্ঞাসাবাদের জন্য গিয়ে পৌঁছায় আরামবাগের সামতা গ্রামে। এসটিএফের তদন্তকারীরা কথা বলেন আহসানউল্লাহের বাবা-মার সঙ্গে। তাঁরা জানিয়েছেন, ছেলের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে তাঁরা কিছু জানেন না। তবে তাঁরা তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
এদিন বর্ধমান থেকে সামতার কাজীপাড়ার বাড়িতে এসে পৌঁছান আহসানউল্লাহর বাবা সফিউল্লাহ। তারপরেই আরামবাগ পুলিশ তাঁকে থানায় ডেকে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তারপর সন্ধ্যায় বাড়িতে এসে হাজির হয় এসটিএফ। এই সময় আহসানকে সঙ্গে করেই নিয়ে এসেছিল এসটিএফ। তবে তাকে বাড়িতে ঢোকানো হয়নি বলে জানা গেছে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে গ্রামের ছেলের যুক্ত থাকার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলির আরামবাগে। আল-কায়দার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে আহসান ছাড়াও গ্রেফতার করা হয় উত্তর ২৪ পরগনার খড়িবাড়ির বাসিন্দা আর এক যুবককে।
বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়ে হামলা, ছোড়া হল পাথর, ভাঙল গাড়ির কাচ