Latest News

জলপাইগুড়ির গিলান্ডি নদীতে ভেসে যাওয়া বৃদ্ধকে বাঁচিয়ে নজির গড়লেন কাকা-ভাইপো

টানা বৃষ্টিতে প্রবল স্রোত নদীতে। ঘূর্ণির টানও খুব। তাই সাহস দেখিয়ে কেউ আর জলে নামছিলেন না। কিন্তু একজনকে ভেসে যেতে দেখে তখন রীতিমতো হইচই নদীর ধারে।

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নদীর স্রোতে ভেসে যাচ্ছিলেন আদিবাসী বৃদ্ধ। ভরা নদী সাঁতরে তাদের উদ্ধার করল কাকা ও ভাইপো।

বৃহস্পতিবার সকালে ধূপগুড়ির মাগুরমারী গ্রামপঞ্চায়েত এলাকার বাবুপাড়ার বাসিন্দারা লক্ষ্ করেন গিলান্ডি নদী দিয়ে ভেসে যাচ্ছেন এক ব্যক্তি। গ্রামে এই খবর চাউর হতেই নদীর পারে ভিড় জমান প্রচুর মানুষ। কিন্তু টানা বৃষ্টিতে প্রবল স্রোত নদীতে। ঘূর্ণির টানও খুব। তাই সাহস দেখিয়ে কেউ আর জলে নামছিলেন না। কিন্তু একজনকে ভেসে যেতে দেখে তখন রীতিমতো হইচই নদীর ধারে।

এই অবস্থায় এলাকার বাসিন্দা ধীরেন্দ্রনাথ রায় আর তার ভাইপো সঞ্জু রায় দুজনে মিলে নদীতে ঝাঁপ দেন। এরপর ভরা নদী সাঁতরে গিয়েই ওই আদিবাসী বৃদ্ধকে উদ্ধার করে পারে নিয়ে আসেন। জানা যায়, ওই বৃদ্ধের নাম মতিয়াস মুন্ডা। বাড়ি মধ্য খুট্টিমারি এলাকায়। কিন্তু কীভাবে তিনি নদীতে পড়ে গেলেন তা তিনি বলতে পারেননি। দীর্ঘক্ষণ স্রোতের সঙ্গে যুদ্ধ করে নিস্তেজ হয়ে পড়েছিলেন। গ্রামের লোকজনই তাঁকে শুশ্রুষা করে সুস্থ করে তোলার চেষ্টা করেন। পরে তাঁর পরিবারের লোকজন খবর পেয়ে এসে তাঁকে ঘরে নিয়ে যায়।

খরস্রোতা নদীতে নেমে ওই বৃদ্ধকে উদ্ধারের পর ধীরেন্দ্রনাথ রায় বলেন, ‘‘নদীতে ভাসতে ভাসতে নদীর মাঝেই খোকসা গাছের ঝোপে আটকে ছিলেন ওই ব্যক্তি। তাঁকে দেখতে প্রচুর লোক আসে। কিন্তু সাহস করে কেউ নামছিল না। পরে আমি আর আমার ভাইপো সঞ্জু মিলে নদীতে নেমে তাঁকে উদ্ধার করে পারে নিয়ে আসি। আমরা এই সাহসটা না দেখালে উনাকে বাঁচানো যেত না। তাই ভাল লাগছে খুব।’’

ধূপগুড়ি থানা সুত্রে জানা গেছে খবর পেয়ে পুলিশ রওনা হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে দেখেন ততক্ষণে ওই ব্যক্তিকে শুশ্রূষা করে পরিবারের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা।

You might also like