Latest News

আলুর বীজের দাম আকাশছোঁয়া, চাষ করতে গিয়ে নাকাল বাঁকুড়ার চাষিরা

আলুবীজের ৫০ কেজির বস্তার দাম এই মুহূর্তে উঠে গেছে চার থেকে সাড়ে চার হাজার টাকায়। এত দাম দিয়ে বীজ কিনে কীভাবে আলু চাষ করবেন তাই ভেবেই রাতের ঘুম ছুটেছে জেলার আলুচাষিদের।

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: আলুর বীজের আকাশছোঁয়া দামে মাথায় হাত পড়ল আলুচাষিদের। এই মুহূর্তে বস্তাপ্রতি আলু বীজের দাম চার হাজার থেকে সাড়ে চার হাজারে উঠে যাওয়ায় দিশেহারা জেলার আলুচাষিরা।

কৃষিনির্ভর জেলা হিসেবেই পরিচিতি বাঁকুড়ার। বেশিরভাগ মানুষের জীবিকা নির্ভর করে চাষবাসের ওপর। আলুবীজের ৫০ কেজির বস্তার দাম এই মুহূর্তে উঠে গেছে চার থেকে সাড়ে চার হাজার টাকায়। এত দাম দিয়ে বীজ কিনে কীভাবে আলু চাষ করবেন তাই ভেবেই রাতের ঘুম ছুটেছে জেলার আলুচাষিদের।

অনেকে আবার অন্যের জমি লিজ নিয়ে আলু চাষ করে থাকেন। তাঁরা এবার আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক চাষি মনে করেছিলেন মাঠ থেকে তোলা বোরো ধান বিক্রি করে আলুর চাষ করবেন। কিন্তু এ বছর সেই অর্থে চাষিরা ধানের দামও পাননি। ফলে একদিকে যেমন ধান চাষ করে ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। অন্যদিকে আলুর বীজ কিনতে গিয়ে বেসামাল অবস্থা তাঁদের।

জেলার চাষিদের একটা বড় অংশ সারাবছর অর্থকরী ফসল আলু চাষের দিকে তাকিয়ে থাকেন। কেননা আলু চাষ করে দুটো বাড়তি পয়সা ঘরে আসে। কিন্তু এ বছর বীজের যা দাম তাতে আদৌ আলু চাষ করতে পারবেন কি না তাই নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের প্রত্যাশী তাঁরা।

সোনামুখী ব্লকের কৃষক সুবল সরকার, লক্ষণ সরকাররা বলেন, ‘‘এই বছর বীজের যা দাম, এক বিঘা জমিতে আলু চাষ করতেই ৩০ হাজার টাকা খরচ হয়ে যাবে। সারের দামও এ বছর অনেকটাই বেশি। এত টাকা খরচ করে আলু চাষ করে শেষে দাম না পেলে আমাদের না খেয়ে মরতে হবে।’’ শুধু তাঁরাই নন, আলুর বীজের এমন মাত্রাছাড়া দামে নাভিশ্বাস উঠেছে জেলার সমস্ত চাষিদেরই। আলুচাষ করবেন কি না সেই ভাবনায় রীতিমতো দিশাহারা তাঁরা।

সোনামুখীর বিজেপি নেতা তাপস সরকার বলেন, ‘‘রাজ্য সরকার ক্লাবে ক্লাবে পুজোতে ৫০ হাজার করে টাকা দিচ্ছে এই টাকাটা যদি চাষিদেরকে ভর্তুকি দিত তাহলে তাঁরা উপকৃত হতেন।’’

জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সুখেন বিদ জানান, আলুর বীজ আসে পাঞ্জাব থেকে। সেখানেই দাম বেড়েছে। তাই এখানেও বেশি দামে বীজ কিনতে হচ্ছে কৃষকদের। তিনি বলেন, ‘‘খুবই সমস্যার মধ্যে পড়ে গেছেন চাষিরা। আমরা সহকারী কৃষি অধিকর্তার সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা্ নেওয়ার চেষ্টা করব।’’

You might also like