Latest News

প্রতিবেশীই সিঁধ কেটে চুরি করেছিল ১১ লক্ষ টাকা, জানতে পেরে অবাক গৃহস্থ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে ১১ লক্ষ টাকা বাড়িতে রেখে ছিলেন চাঁদনিহারা খাতুন। গত শনিবার তিনি সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন।সোমবার  সন্ধ্যায় তিনি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে দেখেন বাক্সের মধ্যে রাখা এগারো লক্ষ টাকা ও গয়না নেই। সব গয়না ও টাকা চুরি হয়ে গেছে।

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: প্রতিবেশীই যে ঘরে সিঁধ কাটবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি মুরাতিপুকুরের চাঁদনিহারা খাতুন। সোমবার তিনি ভাতার থানায় অভিযোগ জানিয়েছিলেন তার অনুপস্থিতির সুযোগে তাঁর বাড়ি থেকে ১১ লক্ষাধিক টাকা ও গহনা লোপাট করা হয়েছে।

অভিযোগ পাওয়ার দু’দিনের মধ্যে পুলিশ যাকে বমাল আটক করল দেখা গেল সে আসলে চাঁদনিহারা খাতুনের প্রতিবেশী। যার নাম হাসমত শেখ ওরফে লিচু। ভাতারের মুরাতিপুর গ্রামের বাসিন্দা চাঁদনিহারা খাতুনের বাড়িতে গত সোমবার চুরি হয়। এগারো লক্ষাধিক টাকা ও গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে ভাতার থানার মুরাতিপুর গ্রামে।

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে ১১ লক্ষ টাকা বাড়িতে রেখে ছিলেন চাঁদনিহারা খাতুন। গত শনিবার তিনি সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিলেন না। সোমবার  সন্ধ্যায় তিনি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে দেখেন বাড়ির মধ্যে থাকা কিছু চাবি ফ্রিজের উপরে রাখা রয়েছে। এরপরই তার চোখ কপালে উঠে যায়।  তিনি দেখেন বাক্সের মধ্যে রাখা এগারো লক্ষ টাকা ও গয়না নেই। সব গয়না ও টাকা চুরি হয়ে গেছে। অথচ বাড়ির একটি তালাও ভাঙা হয়নি। এরপরেই তিনি ভাতার থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

অভিযোগ পেয়ে তৎপর হয় ভাতার থানার পুলিশ। তদন্তে নেমে দু’দিনের মধ্যেই বমাল সহ পড়শি এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। ধৃতের নাম হাসমত শেখ ওরফে লিচু। চাঁদনিহারা খাতুন জানিয়েছেন, প্রতিবেশী হাসমত শেখের সঙ্গে তার বাড়ির সুসম্পর্ক ছিল। প্রতিনিয়ত তাঁর বাড়িতে যাতায়াত ছিল লিচুর। বাড়ির সমস্ত খবরাখবর সে জানতো। বাড়িতে মেয়ের বিয়ের জন্য টাকা রাখা আছে সে খবরও জানত সে। লিচু এ কাজ করবে তাঁরা স্বপ্নেও ভাবতে পারছে না। তাঁরা রীতিমতো হতবাক হয়ে গেছেন।

লিচুকে জেরা করে পুলিশ ৬ লক্ষ ৬০ হাজার উদ্ধার করে। বাকি টাকার খোঁজ পেতে এবং এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত আছে জানার জন্য ধৃতের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। একদিকে যেমন হারানো ধন ফিরে পাওয়ার আনন্দ আছে তেমনি আবার বিশ্বাসভঙ্গের এই নজিরে অবাক চাঁদনিহারা।

You might also like