Latest News

প্রতি মুহূর্তে হাতির ভয় নিয়ে গ্রামের মাঠে কোয়ারেন্টাইনে খড়্গপুরের চার পরিযায়ী শ্রমিক

পূর্ব মেদিনীপুরে জন খাটতে গিয়েছিলেন চারজন। সেখানে কাজ না মেলায় বহু কষ্টে পায়ে হেঁটে মঙ্গলবার গ্রামে ফিরে এসেছেন তাঁরা। কিন্তু রেড জোন বলে চিহ্নিত পূর্ব মেদিনীপুর থেকে ফিরেছেন জানতে পেরেই আর তাঁদের গ্রামে থাকতে দেননি হড়িয়াতাড়া গ্রামের মানুষ। প্রতিবেশীদের আপত্তিতে তাই তাঁদের ঠাঁই নিতে হয়েছে গ্রামের বাইরে।

দেবব্রত সরকার, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুরের হড়িয়াতাড়া গ্রাম। গ্রামের পাশেই সাঁকরাইলের জঙ্গল। মাঝেমধ্যেই সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতির পাল। তছনছ করে দেয় জঙ্গল লাগোয়া ফসলের ক্ষেত। লোকালয়ে ঢুকে মানুষের উপর হামলার ঘটনাও ঘটে আকছাড়। প্রতি মুহূর্তে হাতির হামলার আশঙ্কা নিয়েই সেই জঙ্গল লাগোয়া মাঠে দিন কাটছে হড়িয়াতাড়া গ্রামের চার বাসিন্দার।

পূর্ব মেদিনীপুরে জন খাটতে গিয়েছিলেন মিত্তন, ভীম, সুনীল ও মঙ্গল। সেখানে কাজ না মেলায় বহু কষ্টে পায়ে হেঁটে মঙ্গলবার গ্রামে ফিরে এসেছেন তাঁরা। কিন্তু রেড জোন বলে চিহ্নিত পূর্ব মেদিনীপুর থেকে ফিরেছেন জানতে পেরেই আর তাঁদের গ্রামে থাকতে দেননি হড়িয়াতাড়া গ্রামের মানুষ। প্রতিবেশীদের আপত্তিতে তাই তাঁদের ঠাঁই নিতে হয়েছে গ্রামের বাইরে। জঙ্গল লাগোয়া মাঠের উপর বাঁশ, প্লাসটিক দিয়ে কোয়ারেন্টাইন তৈরি করেছেন তাঁরা। এখানেই দু’দিন ধরে কাটছে তাঁদের নিভৃতবাস।

মিত্তন ও ভীম বলেন, ‘‘গ্রামে কাজ না থাকায় প্রতিবছর আমরা অন্য জেলায় কাজের জন্য যাই। এবারও গেছিলাম। কিন্তু এমন অবস্থায় পড়তে হবে বুঝতে পারিনি। কাজ নেই। টাকা পয়সা যা নিয়ে গেছিলাম সব শেষ। বাধ্য হয় পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দেই। কিন্তু ফিরে আসার পর গ্রামের মানুষ আমাদের গ্রামে ঢুকতে বাধা দেয়। গ্রামের বাইরে ১৪ দিন থেকে তবেই বাড়ি ঢুকতে বলে। তাই বাধ্য হয়ে এখানে ছাউনি তৈরি করেছি।’’

গ্রাম লাগোয়া সাঁকরাইলের জঙ্গল থেকে মাঝেমধ্যেই বেরিয়ে আসে হাতির পাল। তাই মাঠের উপর থাকতে রীতিমতো ভয় পাচ্ছেন তাঁরা। সুনীল বললেন, ‘‘ এখানে ফসলের লোভে জঙ্গল থেকে হাতি আসে। ওদের সামনে যদি পড়ে যাই, সেই ভয় করছে সবসময়। গ্রামের স্কুলবাড়িতেও যদি থাকার ব্যবস্থা করে দিত!’’

বিষয়টি জানার পর খড়্গপুরের মহকুমাশাসক বৈভব চৌধুরী বলেন, ‘‘বিষয়টা আমাদের জানা ছিল না। এখন জানলাম। খোঁজখবর করছি। অবশ্যই ওঁদের ওখান থেকে উদ্ধারের ব্যবস্থা করা হবে।’’

এর আগে পুরুলিয়ার বলরামপুর ব্লকের গেড়ুযা অঞ্চলের ভাঙিডি গ্রামের বাইরে গাছের উপর মাচা তৈরি করে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করেছিলেন চেন্নাই ফেরত সাত যুবক। কাজের জন্য চেন্নাই গিয়েছিলেন তাঁরা। ফিরে আসার পর বাড়িতে আলাদা থাকার মতো ঘর না থাকায় গাছের উপর মাচা বেঁধেছিলেন ওই যুবকরা। বাইরে থেকে আসার পর গ্রামবাসীরা গ্রামে ঢুকতে না দেওয়ায় গ্রামের বাইরে খেজুর গাছের নীচে কোয়ারেন্টাইন করেছিলেন পুরুলিয়ারই রামপুর গ্রামের বাসিন্দা সাত পরিযায়ী শ্রমিকও। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যায় প্রশাসন।

খড়্গপুরের হড়িয়াতাড়া গ্রামের বাসিন্দা ওই চার পরিযায়ী শ্রমিকও এখন হাতির হামলা থেকে বাঁচতে প্রশাসনের ভরসায় সময় গুনছেন।

You might also like