Latest News

সোমবার রাত থেকেই টোলপ্লাজায় একশো শতাংশ ফাস্টট্যাগ, ট্যাগ না থাকলেই গুনতে হবে দ্বিগুণ টাকা

অনেক প্রচার সত্বেও এখনও একশো শতাংশ ফাস্টট্যাগ চালু করা যায়নি জাতীয় সড়কে। প্রায় ত্রিশ শতাংশ কাজ বাকি। এতে নানা অসুবিধা হচ্ছে। সোমবার রাত থেকে পুরোপুরি ক্যাশ লেনদেন বন্ধ করতে চাইছে সড়ক কর্তৃপক্ষ। তাই জাতীয় সড়ক সহ রাজ্যের সব টোল প্লাজায় চালু হচ্ছে একশো শতাংশ ফাস্টট্যাগ।

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান:  সোমবার রাতের পর থেকে জাতীয় সড়ক সহ রাজ্যের সব টোল প্লাজায় চালু হচ্ছে একশো শতাংশ ফাস্টট্যাগ। যে গাড়ির এই ফাস্টট্যাগ থাকবে না তাদের জরিমানা দিতে হবে। দিতে হবে নির্ধারিত টোলের ঠিক দ্বিগুণ পরিমাণ টাকা। এই নিয়ে কয়েকদিন ধরেই পালসিট টোল প্লাজায় প্রচার ও সচেতনতার কাজ চলেছে। বস্তত গত পয়লা জানুয়ারি থেকে রাজ্যেও পুরোদস্তুর ফাস্টট্যাগ লাগু করা হয়।

পালসিট টোলপ্লাজার কর্মী বুবুন ঘাঁটি জানান, তাঁরা প্রচার চালাচ্ছেন। পুরোপুরি এই সিস্টেম চালু করতে চাইছে এনএইচএআই। এটা চালু হলে সব লেনদেন ক্যাশবিহীন হবে। লেনে ভিড় জমবে না। যানজট থাকবে না। গাড়ির গতিও বাড়বে। বাঁচবে সময়।’’ তিনি বলেন, ‘‘আমরা অভিজ্ঞতায় দেখছি প্রায় ৭০ শতাংশ গাড়ি এর আওতায় এসেছে। বাকি ৩০ শতাংশ এর বাইরে আছে। তাদের আমরা বলছি। আজ মধ্যরাতের পর থেকেই কারও টোল ৮৫ টাকা হলে তার যদি ফাস্টট্যাগ না থাকে দিতে হবে ১৭০ টাকা।’’

অনেক প্রচার সত্বেও এখনও একশো শতাংশ ফাস্টট্যাগ চালু করা যায়নি জাতীয় সড়কে। প্রায় ত্রিশ শতাংশ কাজ বাকি। এতে নানা অসুবিধা হচ্ছে। সোমবার রাত থেকে পুরোপুরি ক্যাশ লেনদেন বন্ধ করতে চাইছে সড়ক কর্তৃপক্ষ। তাই জাতীয় সড়ক সহ রাজ্যের সব টোল প্লাজায় চালু হচ্ছে একশো শতাংশ ফাস্টট্যাগ।

রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিতে কাজ করবে ফাস্ট্যাগ। টোল প্লাজার মধ্য দিয়ে যাওয়ার সময়ে সেই ট্যাগ স্ক্যান হতেই পাসিং গেট খুলে যাবে।

এর আগে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) জানিয়েছিল, ১ ডিসেম্বর থেকেই দেশে সমস্ত টোল প্লাজায় বৈদ্যুতিন এই প্রক্রিয়ার মাধ্যমে টোল আদায় করা হবে। কিন্তু বহু মানুষ এই ট্যাগ লাগিয়ে উঠতে না পারায় সময়সীমা বাড়ানো হয়। এই ট্যাগ থাকলে টোলপ্লাজাগুলোতে লাইনে দাঁড়াতে হবে না। গাড়ি না থামিয়েই এই ট্যাগের মাধ্যমে মেটানো যাবে টোলের টাকা। ট্যাগের সঙ্গে যুক্ত থাকা অ্যাকাউন্ট (ওয়ালেট) থেকেই কেটে নেওয়া হবে ওই টাকা। তবে এর জন্য ফাস্ট্যাগ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে। ব্যাঙ্ক, ই-কমার্স সংস্থা ও ওয়ালেট মারফত কেনা যাবে এই ট্যাগ। প্রতিটি টোল প্লাজ়াতেও ওই ট্যাগ কেনার সুবিধা রাখছে এনএইচএআই।

You might also like