
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সরকারি সহায়ক মূল্যে সময়মতো ধান বিক্রি করতে না পেরে ক্ষুদ্ধ ভাতারের কৃষকরা। ভাতারের কৃষক বাজারে দীর্ঘ এক মাস আগে থেকে সহায়ক মূল্য ধান বিক্রি করার জন্য কৃষকদের নাম নথিভুক্তকরণের কাজ শুরু হলেও সময়মতো ধান বিক্রি করা যাচ্ছে না বলে ক্ষুদ্ধ কৃষকদের অভিযোগ।
কৃষকদের বক্তব্য, ভাতার বাজারের কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য চাষিরা লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু কবে তাঁদের ধান কেনা হবে তা তাঁরা জানেন না। এই নিয়ে এদিন কৃষকরা চরম ক্ষোভ প্রকাশ করেন।
কৃষক তপন মণ্ডল বলেন, ‘‘গতবছর ভাতার কিষাণ মান্ডিতে ঠিক মতো সরকারি সহায়ক মূল্যে ধান কেনা হয়েছিল। কিন্তু এ বছর কখন সহায়ক মূল্য ধান কেনা হবে তা বুঝে উঠতে পারছি না। দেনা করে চাষ করেছি। আমরা সময়মতো ধান বিক্রি করতে না পারলে মহাজনের ঋণ পরিশোধ করতে পারব না।’’
ভাতারের হাড়গ্রামের বাসিন্দা দেবজিৎ ঘোষ বলেন, ‘‘কৃষকদের জন্য সরকার ধান কেনার ব্যবস্থা করেছে। কিন্তু সেই ধান তো সঠিক সময়ে কিনতে হবে। না হলে কী করে চলবে আমাদের। অন্যান্য ব্লকে ধান কেনা শুরু হলেও ভাতার ব্লকে ধান কেনা হচ্ছে না। কবে কেনা হবে তাও জানি না।’’
ভাতার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রমেন মণ্ডল বলেন, ‘‘আমরা খুব শীঘ্রই বৈঠক ডেকে যাতে কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয় তার ব্যবস্থা করা হবে।’’