Latest News

অভিযানে গিয়ে প্রশাসনের কর্তারা জানলেন বন্ধ রয়েছে আলু বিক্রির ফেয়ার প্রাইজ শপ

এক ক্রেতা গৌতম রায় বলেন, ‘‘এখানে যে ফেয়ার প্রাইস শপ রয়েছে তা আমাদের জানাই ছিল না। আধিকারিকদের দেখে আলু কিনতে এলাম। পেলাম না। বাজার থেকে ৪০ টাকা কেজি দরে আলু কিনলাম। আমাদের না খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই।’’

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: ন্যায্য মুল্যে আলু বিক্রির ফেয়ার প্রাইস শপ বন্ধ। জানেই না প্রশাসন। অভিযানে নেমে চক্ষু চরকগাছ প্রশাসনিক আধিকারিকদের। বৃহস্পতিবার বাজারে সবজি দর নিয়ন্ত্রণে অভিযানে নেমে খালি হাতেই ফিরে এল ওই দল।

এদিন আলিপুরদুয়ারের বড় বাজারে পাইকারি ও খুচরো দোকানে অভিযানে নামে প্রশাসনিক দল। একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কৃষি বিপণন দফতর,পুলিশ, জেলা প্রশাসন ও আলিপুরদুয়ার পুর প্রশাসনের আধিকারিকরা একসঙ্গে অভিযান চালায়। অভিযানে নেমে আলিপুরদুয়ার বড় বাজারে আলু বিক্রির ফেয়ার প্রাইস শপে যান ওই দলের সদস্যরা। দেখা যায় সেই ফেয়ার প্রাইস শপে ন্যায্য মুল্যে আলু বিক্রি বন্ধ রয়েছে। দোকানের সামনে ন্যায্য মুল্যের কোনও বোর্ডও নেই। ওই স্টল থেকেই স্টলের মালিককে ফোন করেন আলিপুরদুয়ার জেলা কৃষি দফতরের সহকারী অধিকর্তা দীপঙ্কর পন্ডিত।

স্টলের মালিক জানিয়ে দেন তাঁর শরীর সুস্থ না থাকায় এদিন তিনি ন্যায্য মুল্যে আলু বিক্রি করতে পারেননি। এদিকে আধিকারিকদের দেখে বাজারের খুচরো ক্রেতারা ন্যায্য মুল্যে আলু কিনতে ভিড় করেন। কিন্তু ন্যায্য মুল্যে আলু পাননি তাঁরা। এক ক্রেতা গৌতম রায় বলেন, ‘‘এখানে যে ফেয়ার প্রাইস শপ রয়েছে তা আমাদের জানাই ছিল না। আধিকারিকদের দেখে আলু কিনতে এলাম। পেলাম না। বাজার থেকে ৪০ টাকা কেজি দরে আলু কিনলাম। আমাদের না খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই।’’

এদিন দোকানে দোকানে ঘুরে আনাজের খুচরো ও পাইকারি বিক্রির দর জানতে চান ওই দলের সদস্যরা। বেশিরভাগ ক্ষেত্রেই যে দরে বিক্রি হচ্ছে তার থেকে কম দর বলতেও দেখা যায় বিক্রেতাদের। বাজারে টোম্যাটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।

দীপঙ্কর পন্ডিত বলেন, ‘‘শপের মালিক অসুস্থ থাকায় এদিন আলু বিক্রি হয়নি। শুক্রবার থেকে ওখানে আলু বিক্রি হবে। আমরা আনাজের দাম বৃদ্ধি রোধে কড়া ব্যবস্থা নেব।’’ জানা গিয়েছে ২৫ অগস্ট বড় বাজারে আলু বিক্রির জন্য ফেয়ার প্রাইস শপ খোলা হয়েছিল। দশ-বারো দিন চলার পরেই সেখানে আলু বিক্রি বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ।

আলিপুরদুয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, ‘‘ফেয়ার প্রাইস শপে মানুষ আলু কিনতে আসছেন না বলে জানা গিয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। শুক্রবার থেকে ফের ন্যায্য মুল্যে আলু বিক্রি হবে।’’

You might also like