
স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, ২০ হাজার ৮৩৯ জন গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। পাশাপাশি সুস্থও হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১২৯ জনের। কালকের তুলনায় এই সংখ্যাও সামান্য কম।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা নিয়ে উদ্বেগ একটুও কমছে না। বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ৪ হাজার ১৩১ জনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এর ঠিক পরেই আছে কলকাতা, একদিনে সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯২৪ জন। হাওড়ায় ১,২৭৬ জন সংক্রমিত একদিনে।
উত্তরবঙ্গেও সংক্রমণ আর খুব কম নয়, সেখানেও বাড়ছে আতঙ্ক। সব মিলিয়ে এখন রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লক্ষ ৭৩ হাজার ৯৫৬। মৃতের সংখ্যা মোট ১২ হাজার ৮৫৭।