Latest News

দুই প্রাক্তন জেলা সভাপতিকে ব্রাত্য রেখেই শুরু হয়েছিল বিজেপির সভা, পরে অবশ্য ডেকে নেওয়া হল দুজনকেই

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আমাদের একটাই দল। সে দলে কোনও গোষ্ঠী নেই। প্রাক্তন দুই জেলা সভাপতির সভায় ডাক না পাওয়ার যে ঘটনা তা পুরোপুরি ভুল বোঝাবুঝি। তা মিটে গেছে।’’  

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: জেলায় এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আরও বেশ কয়েকটি কর্মসূচির পাশাপাশি ছিল দলের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক। আর এই বৈঠককে ঘিরেই তৈরি হল বিতর্ক। দলের প্রাক্তন দুই জেলা সভাপতিকে বৈঠকে ডাকা হয়নি বলে অভিযোগ উঠল। একজন আবার রাজ্য সভাপতির কাছে সেই অভিযোগ জানাতে চলেও এসেছিলেন। শেষপর্যন্ত অবশ্য ডেকে নেওয়া হল প্রাক্তন দুই জেলা সভাপতিকেই। যদিও সভা তখন প্রায় শেষ। রাজ্য সভাপতি অবশ্য এই ঘটনাকে পুরোপুরি ‘ভুল বোঝাবুঝি’ বলেই মন্তব্য করেন।

সোমবার উত্তর দিনাজপুরে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। দেবেন্দ্রনাথবাবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এরপরে বালিয়া মোড়ে যেখানে দেবেন রায়ের মুর্তি বসানো হবে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপরেই কমলাবাড়ি ১ নম্বর পঞ্চায়েতে ছিল দলের সাংগঠনিক সভা। আর এই সভাতেই প্রাক্তন দুই জেলা সভাপতি নির্মল দাম ও শঙ্কর চক্রবর্তীকে ডাকা হয়নি বলে অভিযোগ।

২০১৯ এর ডিসেম্বর মাস পর্যন্ত জেলা সভাপতি ছিলেন নির্মল দাম। তাঁর আগে জেলা সভাপতি ছিলেন শঙ্কর চক্রবর্তী। নির্মলবাবুর অনুগামীরা জানান, সাংগঠনিক সভায় আমন্ত্রণ জানানো হয়নি নির্মলবাবুকে। তাই তিনি সভাস্থলে এলেও সভায় ঢোকেননি। রাজ্য সভাপতিকে বিষয়টি জানানোর প্রস্তুতি নিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে বাইরে তাঁকে ঘোরাঘুরি করতে দেখে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে নানা প্রশ্ন করলে তিনি কিন্তু তার কোনও কিছু বলতে অস্বীকার করেন। তবে সংবাদমাধ্যমের ক্যামেরায় প্রাক্তন সভাপতি বাইরে ঘুরছেন, এই ছবি ধরা পড়তেই চরম অস্বস্তিতে পড়ে যায় বিজেপি নেতৃত্ব৷ সভা শুরু হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর বিজেপির দলীয় নেতারা  বেরিয়ে এসে নির্মলবাবুকে সভার ভেতরে নিয়ে যান।

সভা শেষ হওয়ায় কিছুক্ষণ আগে হন্তদন্ত হয়ে আসতে দেখা যায় আরেক প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে। এত দেরিতে তিনি কেন সভায় এলেন, সেই প্রশ্নের উত্তরে শঙ্করবাবু অবশ্য বলেন, ‘‘আমি দলের সৈনিক। দল যখন ডেকেছে তখনই আমি এসেছি।’’

এরপরে স্বভাবতই দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আমাদের একটাই দল। সে দলে কোনও গোষ্ঠী নেই। প্রাক্তন দুই জেলা সভাপতির সভায় ডাক না পাওয়ার যে ঘটনা তা পুরোপুরি ভুল বোঝাবুঝি। তা মিটে গেছে।’’    

You might also like