Latest News

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গোসাবা, নিখোঁজ এক বিজেপি কর্মী

আচমকা এলাকায় দু’পক্ষের তুমুল সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছয় সুন্দরবন কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী।

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হল গোসাবা। জখম হলেন চার জন। গোসাবা ব্লকের সুন্দরবন কোষ্টাল থানার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জেমসপুর। মঙ্গলবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী পরিমল মৃধা এবং বিজেপির সমর্থক নীলকণ্ঠ মণ্ডল, লক্ষ্মী মণ্ডল, মামনি মণ্ডলরা গুরুতর জখম হয়েছেন।  বিজেপির কর্মী নিরঞ্জন মণ্ডল এখনও নিখোঁজ রয়েছেন বলে তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ।

আচমকা এলাকায় দু’পক্ষের তুমুল সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছয় সুন্দরবন কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী। জেমসপুরের বিজেপি কর্মী সমর্থক নীলেশ মণ্ডলের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ এলাকার তৃণমূল নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য তাঁর উপর চাপ দিচ্ছেন। তিনি এবং তাঁর পরিবারের লোকজন তৃণমূলে যোগ না দেওয়ায় শুরু হয় অত্যাচার। এমন কী পাড়ার কলে জল নেওয়া যাবে না, পাড়ার রাস্তা দিয়ে হাঁটা যাবে না, জারি হয় এমন ফরমানও। অত্যাচারে অতিষ্ট হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন দু-তিন মাস আগে। কোনও ফল হয়নি। তিনি বলেন, ‘‘আচমকা আজ আমাদের বাড়িতে ৬০/৭০ জন তৃণমূল কর্মী সমর্থক লাঠি হাতে চড়াও হয়। পরিবারের সকলকে বেধড়ক মারধর করে। আমার দাদা নীলকণ্ঠ মণ্ডলের হাত ভেঙে দিয়েছে ওরা। আমার মা লক্ষ্মী মণ্ডল ও বৌদি মামনি মণ্ডলকেও বেধড়ক মারধর করেছে। আমার বাবা নিরঞ্জন মণ্ডলকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে বেধড়ক মারধের করা হয়। বর্তমানে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”

দক্ষিণ ২৪ পরগনার বিজেপির সম্পাদক সঞ্জয় নায়েক বলেন “এলাকার তৃণমূল নেতা পরিমল মৃধার নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চলছে। দুষ্কৃতীরা নিরঞ্জন মণ্ডলকে অপহরণ করে নিয়ে যায়। প্রশাসনে আস্থা রেখে যদি কাজ না হয় তাহলে গোসাবায় আগামী দিনে বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে এবং পরিনামও হবে ভয়ঙ্কর।”

স্থানীয় তৃণমূল নেতা তথা জেলাপরিষদ সদস্য অনিমেশ মণ্ডল অবশ্য জানিয়েছেন অতর্কিতে তাঁদের দলের নেতা পরিমল মৃধার উপর জনা পঁচিশ বিজেপির লোকজন ঝাঁপিয়ে পড়ে। তাঁকে দা দিয়ে কোপ মারা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘‘ইদানিং গোসাবা ব্লক থেকে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে। এলাকায় সন্ত্রাস চালিয়ে ক্ষমতা দখল করার জন্য আমাদের দলীয় কর্মীদের উপর আক্রমণ করেছে।”

এলাকায় উত্তেজনা থাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।

You might also like