
দুয়ারে সরকারের পাল্টা গৃহ সম্পর্ক অভিযান শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি
বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হল, ‘আর নয় অন্যায়’ লেখা বিজেপির বক্তব্য। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, ‘‘সাধারণ মানুষ তৃণমূলের উপর বীতশ্রদ্ধ। আর অন্যায় বরদাস্ত করতে রাজি নন তাঁরা। আমাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে।’’
তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা দাবি করা হয়েছে, দিল্লি হরিয়ানার সীমান্তে যাঁরা কৃষকদের উপরে অন্যায় অত্যাচার করছেন তারা আবার কীভাবে অন্যায় এর প্রতিবাদ করবেন? যদি অন্যায়ের প্রতিবাদ করতে হয়, যদি সাধারণ মানুষের স্বার্থে কথা বলতে হয়, তা বলতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হল, ‘আর নয় অন্যায়’ লেখা বিজেপির বক্তব্য। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, ‘‘সাধারণ মানুষ তৃণমূলের উপর বীতশ্রদ্ধ। আর অন্যায় বরদাস্ত করতে রাজি নন তাঁরা। আমাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে।’’
যদিও বিজেপির কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর অরিন্দম সরকার। অরিন্দমবাবু বলেন, ‘‘যাঁরা দিল্লি হরিয়ানা সীমান্তে আন্দোলনরত কৃষকদের উপরে ঠান্ডা জল ছিটিয়ে দেন তাঁরা অন্যায়ের প্রতিবাদ কী করে করবেন? যদি কেউ অন্যায়ের প্রতিবাদ করেন, তিনি হলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কর্মসূচি একেবারেই গুরুত্বহীন।’’
একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে ধীরে ধীরে উত্তর দিনাজপুরের রাজনৈতিক ময়দান গরম হচ্ছে তা পরিষ্কারভাবেই বুঝছেন সাধারণ মানুষ।