
গেরুয়া শিবিরে নাম লেখানোয় খাতড়ার প্রাক্তন তৃণমূল নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ
বৃহস্পতিবার সকালে জয়ন্ত মিত্র যখন নিজের গাড়ি করে অফিসে যাচ্ছিলেন তখন হাতে বিজেপির পতাকা নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায়। এই ঘটনায় জঙ্গলমহলের মহকুমা শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে জয়ন্ত মিত্রের তরফে এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি।
জঙ্গলমহলের দীর্ঘদিনের লড়াকু তৃণমূল নেতা হিসেবেই পরিচিত খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্র। সম্প্রতি মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন তিনি। পরে খাতড়ায় ফিরে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন। এমনকি নিজের অফিস থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত সাইনবোর্ড খুলে ফেলে নিজের ছবি সহ ‘জয়ন্ত মিত্রের অফিস’ লেখা বোর্ড লাগান।
‘দ্য ওয়াল’ ভাইরাল হওয়া ভিডিও-র সত্যতা যাচাই করেনি। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে জয়ন্ত মিত্র যখন নিজের গাড়ি করে অফিসে যাচ্ছিলেন তখন হাতে বিজেপির পতাকা নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায়। এই ঘটনায় জঙ্গলমহলের মহকুমা শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে জয়ন্ত মিত্রের তরফে এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। এমনকি জয়ন্ত মিত্র এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছেও মুখ খুলতে চাননি।
এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ‘‘আমার কাছে কোনও খবর নেই। তবে বিজেপির যে ঘরে ঘরে দ্বন্দ, সে বিষয়টি স্পষ্ট। পুরো বিষয়টি ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বাংলার মানুষ এসব ভালো চোখে দেখছেন না।’’
বিজেপির খাতড়া মণ্ডল-২ সভাপতি আদিনাথ দে বলেন, ‘‘দলের সঙ্গে ওই ঘটনার কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। ওই ঘটনায় কে বা কারা যুক্ত আমি বলতে পারব না।’’