Latest News

রাজ্যের আশ্বাসে ঝাড়গ্রামে অনশন তুলে নিল কুর্মী সমন্বয় মঞ্চ

রাজ্য সরকার আশ্বাস দিয়েছে আগামী ১৫ ই ডিসেম্বর রাজ্যের প্রতিনিধি ঝাড়গ্রামে এসে কুর্মী সমন্বয় মঞ্চের নেতাদের সঙ্গে আলোচনায় বসবে। এর পরেই এদিন আমরণ অনশন প্রত্যাহার করে কুর্মী সমন্বয় মঞ্চ।

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: রাজ্য সরকারের আশ্বাসের পর শনিবার আমরণ অনশন প্রত্যাহার করল কুর্মী সমন্বয় মঞ্চ। মঞ্চের নেতারা জানান, জেলা প্রশাসন এবং জেলা পুলিশের মাধ্যমে রাজ্য সরকারের সঙ্গে তাঁদের ২৬ দফা দাবি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। রাজ্য সরকার আশ্বাস দিয়েছে আগামী ১৫ ই ডিসেম্বর রাজ্যের প্রতিনিধি ঝাড়গ্রামে এসে কুর্মী সমন্বয় মঞ্চের নেতাদের সঙ্গে আলোচনায় বসবে। এর পরেই এদিন আমরণ অনশন প্রত্যাহার করে কুর্মী সমন্বয় মঞ্চ।

কুর্মী নেতারা এও জানান, আগামী ১৫ ই ডিসেম্বর তাঁদের দাবির নিষ্পত্তির সম্পর্কে যদি সরকারে কোনও ইতিবাচক মনোভাব না দেখায় তাহলে ১৬ ডিসেম্বর তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে বৃহত্তম আন্দোলনে নামতে পারে।

‘দিয়াকে দিয়া, নাই দিয়াকে হুড়কা দিয়া’ এই স্লোগান দিয়ে মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভার দিন ঝাড়গ্রাম জেলাশাসকের অফিসের বাইরে ২৬ দফা দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল কুর্মি সমন্বয় মঞ্চ। অর্থাৎ ‘দেবেন তো দিন, না দিলে আমরা মুখ ফিরিয়ে নিলাম।’ কিন্তু অবস্থান বিক্ষোভ চার দিনে পা দিলেও সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে আমরণ অনশনের পথে যান কুর্মি সমন্বয় মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার বিকেল চারটে থেকে শুরু হয় অনশন। শুক্রবার অনশন মঞ্চে মেডিক্যাল টিম বসানোর দাবিতে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছিল কুর্মী সমন্বয় মঞ্চের নেতৃত্ব এবং সর্মথকরা।

তাঁদের দাবির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দাবি হল কুর্মী জাতিকে তফশিলি তালিকাভুক্ত করা, কুরমালি ভাষার অষ্টম তফসিলি অন্তর্ভুক্তিকরণ, এবং ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় রঘুনাথ মাহাতর নামে নামকরণ করা।

You might also like