
এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, আজ থেকেই আদর্শ আচরণবিধি জারি হয়ে যাবে চার কর্পোরেশন এলাকায়। আগামী কাল থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। কমিশন এও জানিয়েছে, কলকাতার মতো এই চার কর্পোরেশনের সব বুথেও সিসিটিভি থাকবে। তবে ভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশই।
কমিশন জানিয়েছে, হাওড়া নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করেনি। তাই সেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি কমিশন। বাকি চার কর্পোরেশনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৬ জানুয়ারি। যদি কোথাও পুণরায় ভোট গ্রহণ করতে হয় তাহলে তা হবে ২৪ জানুয়ারি। সকাল ৭টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে ভোটগ্রহণ।