Latest News

ইটভাঁটার শিশুদের পাতে ফ্রায়েড রাইস-চিলি চিকেন, ছেলের জন্মদিনে অন্যরকম উদযাপন বৈদ্যবাটির দম্পতির

দ্য ওয়াল ব্যুরো: সাধ অনেক। কিন্তু যা উপার্যন করেন তাতে সাধ্যে ততটা কুলোয় না। কিন্তু ভাবনা ছিল ছেলের প্রথম জন্মদিনটা অন্যরকম ভাবে উদযাপন করবেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা শাশ্বত রঞ্জন রায় এবং তাঁর স্ত্রী রিকু রায়। করলেনও তাই। একমাত্র ছেলে ‘বোতাম’-এর প্রথম জন্মদিনে হল কেক কাটা, খাওয়াদাওয়া। কিন্তু সবটাই একটা ইটভাঁটায়। আর বোতামের জন্মদিনে রবিবার দুপুরে পেট ভরে ফ্রায়েড রাইস, চিলি চিকেন খেল চন্দননগরের নলিনী ইটভাঁটার ১২০জন শিশু।

শাশ্বতবাবু পেশায় মেডিক্যাল রিপ্রেসেনটিটিভ। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার যদি আর্থিক সামর্থ আরেকটু বেশি হতো তাহলে আরও কিছু বাচ্চাকে আমি খাওয়াতে পারতাম।” বোতামের মা রিকু বলেন, “ইচ্ছে ছিল ছেলের প্রথম জন্মদিনটা স্পেশাল করে করব। বেশ কয়েকজনের সহযোগিতায় আজ সেটা করতে পেরেছি।” সহজপাঠ নামের একটি সংস্থা আয়োজন করে গোটা বিষয়টির।

কয়েক মাস আগেই মেদিনীপুরে দেখা গিয়েছিল অন্য রকমের অন্নপ্রাশন। সন্তানের মুখেভাতের অনুষ্ঠানে পরিবেশ সচেতনতায় গ্রামের বাচ্চাদের হাতে মিষ্টির প্যাকেট আর একটি করে চারা গাছ তুলে দিয়েছিলেন এক দম্পতি। হুগলির কোন্নগরেই দেখা গিয়েছিল মেয়ের বিয়ের অনুষ্ঠান জাঁকজমক না করে স্থানীয় একটি ক্লাবকে অ্যাম্বুলেন্স কিনে দিয়েছিলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক। ফের জন্মদিন পালনের অন্যরকম উদাহরণ দেখা গেল এদিন।

You might also like